পরিবার সূত্রে আরও জানা যায়, বারুইপুর চম্পাহাটি এলাকার বাসিন্দা জাহানারা বিবির সঙ্গে বিবাহ হয় ভাঙ্গড় মাধবপুর এলাকার বাসিন্দা আনোয়ার আলি মোল্লার। আনোয়ার আলি এবং জাহানারা বিবির বিয়ের বয়স হয়েছিল ১৩ বছর। তাদের চার সন্তানও রয়েছে।
আরও পড়ুন: ধ্বংসের পথে হাজার বছরের ইতিহাস! আগাছায় ঢেকেছে মন্দির, সৌন্দর্য্য হারাচ্ছে পুরুলিয়ার দেউল ঘাটা
advertisement
সূত্র মারফত জানা গিয়েছে, গত সোমবার বাড়ির মধ্যে ইলেকট্রিকের তার টাঙানো নিয়ে পারিবারিক বিবাদ হয়। অভিযোগ সেই বিবাদের জেরেই ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে তার দেওর। এমনটাই অভিযোগ করেছে মৃত গৃহবধুর মা ও দিদি।
রক্তাক্ত অবস্থায় জাহানারা বিবিকে উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে নিয়ে গেলে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত তাঁকে বলে ঘোষণা করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ভাঙ্গড় থানার পুলিশ।
এই ঘটনায় অভিযুক্ত ওই দেওরকে গ্রেফতার করেছে ভাঙ্গড় থানার পুলিশ।
ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।