TRENDING:

Brinjal Price Hike: বাঙালির প্রিয় বেগুনে এবার আগুন! একলাফে তিনগুণ দামবৃদ্ধি, মাথায় হাত মধ্যবিত্তের

Last Updated:

Beguner Daam Briddhi: বেগুনের দাম বেড়ে দ্বিগুণ নয়, যেন আগুন! কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা ক্রেতাদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর: নামে গুন না থাকলেও দামে কিন্তু সেরা। দুর্গাপুর শিল্পাঞ্চলের সবজি বাজারে বেগুনের দাম কেবল দ্বিগুণ নয়! যেন আগুন।বেগুন কিনতে গিয়ে রীতিমতো হাতে ছ্যাঁকা খাচ্ছেন ক্রেতারা।কারণ দুর্গাপুরের বাজারগুলিতে এখন সেঞ্চুরি হাঁকাচ্ছে বেগুন। সবজি ব্যবসায়ীদের দাবি, এই বছর অতিরিক্ত বৃষ্টিপাতে বেগুন চাষে ব্যপক ক্ষতি হয়েছে। যথারীতি বাজারে বেগুনের আমদানিও কমেছে। আমদানি কম থাকায় এই বছর বেগুনের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি। মধ্যবিত্তদের হেঁশেল থেকে আপাতত বিদায় নিয়েছে এই অমূল্য বেগুন। দুর্গাপুর বাজারের সেন মার্কেট পাইকারি বাজার কমিটি সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর লাগোয়া বাঁকুড়া জেলা ও মানা এলাকাগুলিতে প্রচুর পরিমাণে বেগুন সহ শাকসবজির চাষাবাদ হয়।
advertisement

পাশাপাশি পূর্ব বর্ধমান ও বীরভূম জেলাতেও  চাষাবাদ হয়। ওই জেলাগুলি থেকে সারাবছর দুর্গাপুর শিল্পাঞ্চলে শাকসবজি আমদানি হয়ে থাকে। ফলে সবজির বাজার মূল্য অন্যান্য শহর গুলির থেকে তুলনামূলক ভাবে অনেকটাই কম থাকে এখানে। শহরের বেনাচিতি বাজার, দুর্গাপুর বাজার ও মামড়া বাজার সহ বেশ কয়েকটি বাজারে সারাবছরই সবজি মেলে যথেষ্ট সস্তায়। কেবল পুজোর মরসুমে লক্ষ্মী পুজো পর্যন্ত সবজির বাজার মূল্য বৃদ্ধি পায় প্রতিবছরই। তবে এবারের লক্ষ্মী পুজোর সবজি বাজারও তেমন অগ্নিমূল্য ছিল না বললেই চলে। তবে এই লক্ষী পুজোর পর থেকেই বাজারে সবজি দাম নিম্নমুখী হয়ে যায়। কিন্তু অতিবৃষ্টির কারণে এবার খুব একটা নিম্নমুখী না হলেও প্রায় একই রকম রয়েছে।

advertisement

আরও পড়ুন – Climate Change Severe Threat: বদলে যাচ্ছে জলবায়ু, হঠাৎ আকাশ ভাঙা বৃষ্টি, কোথাও প্রবল শীত, মহা বিপর্যয়ের অশনি সংকেতের সামনে দাঁড়িয়ে আপনি-আমি

যেমন বাজারে আলু মিলছে ১৮-২০ টাকা কেজি দরে। পটল, ভেন্ডি করলা ও বরবটি মিলছে ৪০- ৫০ টাকা কেজি। লাউ ও কুমড়ো ২০ থেকে ৩০ টাকা কেজি। বাঁধাকপির দাম বৃদ্ধি পেয়েছে, প্রতি কেজি মিলছে ৪০ থেকে ৫০ টাকা দরে, ফুলকপির সাইজ অনুযায়ী ২০- ৪০ টাকা প্রতি পিস। এছাড়াও টমেটো প্রতি কেজি ৩০-৪০ টাকা।অর্থাৎ সব সবজির দাম স্বাভাবিক ছন্দে থাকলেও বাজারে ব্যপক মূল্যবান হয়ে উঠেছে এবার বেগুন। গত কয়েকদিনে হঠাৎই বেগুনের পারদ চড়তে থাকে। বাজারে আমদানি নেই বেগুনের বলে দাবি পাইকারী ব্যবসায়ীদের।সবজির খুচরো ব্যবসায়ীদের দাবি বাজারে বেগুন আমাদানি নেই। একটানা অতিরিক্ত বৃষ্টির জেরে চাষীরা বেগুন চাষে ব্যপক লোকসান করেছে। বেগুনের যোগান কম।

advertisement

View More

বাঁকুড়া জেলার বেগুন চাষী আনন্দ বিশ্বাস জানান,ওই এলাকায় একরের পর একর জমিতে বেগুন চাষ হয়। এই বছরও নির্দিষ্ট সময়ে চাষ করা হয়েছিল। কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতে গাছের গোঁড়া পচে  গাছ নষ্ট হয়ে গিয়েছে। ফলে বেগুনের আকাল পড়েছে বাজারে।বাজার কমিটি সূত্রে জানা যায়, গত বছর এই সময় বেগুনের দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা কেজি।কিন্তু এবার সেই দাম আকাশছোঁয়া।বাজারে এসে বেগুনের দাম শুনেই পিছু হাঁটছেন ক্রেতারা।তবে ফের নতুন ফসলের আমদানি হলেই স্বাভাবিক হবে বেগুনের দাম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজো বাজারে এবার নতুন চাপ! ফুল কিনতে গিয়ে নাকানিচোবানি না খেতে হয়
আরও দেখুন

দীপিকা সরকার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Brinjal Price Hike: বাঙালির প্রিয় বেগুনে এবার আগুন! একলাফে তিনগুণ দামবৃদ্ধি, মাথায় হাত মধ্যবিত্তের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল