বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের উদ্যোগে কংসাবতী জলাধারের বিভিন্ন দ্বীপে চারা গাছ রোপণ করা হল। কংসাবতী জলাধারে বিস্তীর্ণ এলাকায় বেশ কয়েকটি দ্বীপ রয়েছে। ঐ দ্বীপগুলিতে চারা গাছ লাগিয়ে সবুজায়নের উদ্যোগ নিয়েছে বন দফতর।বন বিভাগের আধিকারিকরা মুকুটমণিপুরের পরেশনাথ এলাকার একটি দ্বীপে নৌকায় করে গিয়ে বাবলা, জাম, অশ্বত্থ, বট-সহ বিভিন্ন ফলের গাছের চারা রোপন করল।
advertisement
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় চক্রের মুখ্য বনপাল এস কুনাল ডাইভাল, খাতড়ার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায়, ও খাতড়ার এসডিপিও অভিষেক যাদব-সহ বন দফতরের একাধিক আধিকারিকরা।বন দফতর জানায়, মুকুটমণিপুর জলাধারে বিভিন্ন সময় প্রচুর পরিযায়ী পাখির আনাগোনা রয়েছে। ওই পরিযায়ী পাখি গুলি এখানে এসে বংশবিস্তার করে ও খাদ্য সংগ্রহ করে।
এইসব ফলের গাছগুলো লাগান তাহলে পরিযায়ী পাখিদের খাদ্যের সংস্থান হবে। বনদফতর আরও জানায়, গাছগুলিকে প্রতিনিয়ত বনদফতরের কর্মীরা গিয়ে পরিচর্যা করে আসবে। আগামী দিনে জলাধারের যেসব দ্বীপগুলো বর্ষাকালে জলের উপরে থাকে সেগুলিতেও গাছ লাগানো হবে।
নীলাঞ্জন ব্যানার্জী