আরও পড়ুন: স্কুলেও গোষ্ঠীদ্বন্দ্ব! আরামবাগে বন্ধ পড়ুয়াদের মিড ডে মিল
জানা যায় এই ব্রিজের উপর কয়েকশো কৃষক এবং প্রায় ২৪ থেকে ২৫ টি গ্রামের মানুষ যাতায়াতের উপর নির্ভরশীল। ব্রিজের ফাটল দেখা দেওয়ার কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরফলে চাষিদের ধান তুলতে সমস্যা দেখা দেবে। এদিন ফাটল দেখার ফলে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসন দ্রুত খবর পাওয়া মাত্রই যাতে কোন দুর্ঘটনা না ঘটে তার জন্য ওই ব্রিজে বন্ধ করে দিল যাতায়াত।
advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, এই ব্রিজ যাতায়াত করার জন্য বাম আমলে তৈরি হয়েছিল। দীর্ঘ কয়েক বছর সময় চলে গেলেও এই ব্রিজের কোনো মেরামতির কাজ হয়নি। এমনিতেই ভগ্ন অবস্থায় পড়েছিল। এখনো সময় বিপদ ঘটে যেতে পারত। এদিন সম্পূর্ণভাবে ভাঙতে দেখা যায়। যার ফলে এক দিকে যেমন এলাকার কৃষক ধান তুলতে চরম সমস্যায় পড়বেন ঠিক অন্যদিকে গ্রামের মানুষেরা যাতায়াত করাও সম্ভব হয়নি। তাই তারা দ্রুত এই ব্রিজ মেরামত করার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।
Suvojit Ghosh