TRENDING:

Hooghly News: বন্ধ কানা দারকেশ্বরের উপরের ভগ্নপ্রায় ব্রিজ, সমস্যায় ২৫ টি গ্রামের বাসিন্দা

Last Updated:

হঠাৎ করেই ব্রিজের মাঝ বরাবর ফাটল, নিচে থেকে ভাঙতে শুরু করে। আরামবাগের মাধবপুর ও অরান্দি ১ নম্বর অঞ্চলের কানা দ্বারকেশ্বরের উপর ‌যাতায়াত বন্ধ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আরামবাগ: হঠাৎ করেই ব্রিজের মাঝ বরাবর ফাটল দেখা দেয় এবং ব্রিজের নিচে থেকে ভাঙতে শুরু করে। তা দেখে আতঙ্কিত পড়েন গ্রামের মানুষ। ঘটনাটি হুগলির আরামবাগের মাধবপুর ও অরান্দি ১ নম্বর অঞ্চলের সংলগ্ন এলাকায়। মায়াপুর থেকে রামনগর রাজ্য সড়কের পাশ দিয়ে বয়ে গেছে কানা দ্বারকেশ্বর। এই নদীর উপরেই বাম আমলে তৈরি হয় একটি কংক্রিটের ব্রীজ।
advertisement

আরও পড়ুন:  স্কুলেও গোষ্ঠীদ্বন্দ্ব! আরামবাগে বন্ধ পড়ুয়াদের মিড ডে মিল

জানা যায় এই ব্রিজের উপর কয়েকশো কৃষক এবং প্রায় ২৪ থেকে ২৫ টি গ্রামের মানুষ যাতায়াতের উপর নির্ভরশীল। ব্রিজের ফাটল দেখা দেওয়ার কারণে   যান চলাচল বন্ধ হয়ে যায়। এরফলে চাষিদের ধান তুলতে সমস্যা দেখা দেবে। এদিন ফাটল দেখার ফলে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।  প্রশাসন দ্রুত খবর পাওয়া মাত্রই যাতে কোন দুর্ঘটনা না ঘটে তার জন্য ওই ব্রিজে বন্ধ করে দিল যাতায়াত।

advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, এই ব্রিজ যাতায়াত করার জন্য বাম আমলে তৈরি হয়েছিল। দীর্ঘ কয়েক বছর সময় চলে গেলেও এই ব্রিজের কোনো মেরামতির কাজ হয়নি। এমনিতেই ভগ্ন অবস্থায় পড়েছিল। এখনো সময় বিপদ ঘটে যেতে পারত।  এদিন সম্পূর্ণভাবে ভাঙতে দেখা যায়। যার ফলে এক দিকে যেমন এলাকার কৃষক ধান তুলতে চরম সমস্যায় পড়বেন ঠিক অন্যদিকে গ্রামের মানুষেরা যাতায়াত করাও সম্ভব হয়নি। তাই তারা দ্রুত এই ব্রিজ মেরামত করার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

Suvojit Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: বন্ধ কানা দারকেশ্বরের উপরের ভগ্নপ্রায় ব্রিজ, সমস্যায় ২৫ টি গ্রামের বাসিন্দা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল