দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকার গোসাবা, ক্যানিং জয়নগর সহ একাধিক জায়গায় কৃষকেরা এই সময় বোরো ধান চাষ করেন। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ঝোড়ো হাওয়ার ফলে ধান গাছ মাঠে শুয়ে পড়েছে। অতিবৃষ্টির ফলে ধান গাছের গোড়ায় জল জমতে শুরু করেছে। এর কারণে মাঠেই ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসীরা।
advertisement
আরও পড়ুনঃ সামনেই শীতের মরশুম, সুন্দরবন ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? জানতে হবে সেরা ঠিকানা, নাহলে জলে যাবে টাকা
মুষলধারে বর্ষণের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ধান চাষ। জানা যাচ্ছে, দুশ্চিন্তার অন্যতম কারণ, সমুদ্রের নোনা জল ঢুকে ফসল নষ্ট হতে পারে। সরকারের কাছে স্থানীয় বাসিন্দাদের অনুরোধ, ক্ষতিগ্রস্ত কৃষক এবং মৎস্যজীবীদের পাশে দাঁড়াক রাজ্য সরকার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে এক কৃষক জানান, ধান গাছের প্রচুর ক্ষতি হয়েছে। অতিবৃষ্টির কারণে মাঠের ধান মাঠেই নষ্ট হয়েছে। গাছের গোড়ায় জমা জল থাকার কারণে নষ্ট হয়েছে ফসল। কী হবে বুঝতে পারছি না। অকালবৃষ্টির কারণে সমস্ত ধান গাছ মাঠে শুয়ে পড়েছে। সেই ধান আমরা আর পাব না। মাঠেই নষ্ট হল ফসল। ধানের পাশাপাশি সবজি চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে। এই অকালবৃষ্টির জেরে সবজি গাছের গোড়ায় জল জমার কারণে বিভিন্ন রকমের সবজি গাছ নষ্ট হয়ে গিয়েছে। কী হবে বুঝে উঠতে পারছি না।





