আরও পড়ুন: জয়নগর থানা যেন স্বাস্থ্যকেন্দ্র, কী হল সেখানে?
৫ মার্চ মঙ্গলবার সন্ধেয় বইমেলার উদ্বোধন হয়। বসন্ত মানেই উৎসবের মরশুম। আর এই বসন্তে বাড়তি পাওনা হল বইমেলা। তবে অন্যান্য মেলার সঙ্গে বইমেলার আঙ্গিক ও মেজাজ অনেকটাই আলাদা। জেলায় জেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে বইমেলা, লিটিল ম্যাগাজিন মেলার আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের প্রাণকেন্দ্র রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে তাম্রলিপ্ত বই মেলা কমিটির উদ্যোগে এই বইমেলার আসর বসেছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
মঙ্গলবার বইমেলার উদ্বোধন হয়। উদ্বোধন করেন বাংলা সাহিত্যের জনপ্রিয় কথা সাহিত্যিক অমর মিত্র। এবারে বই মেলার থিম ‘বইমেলাতে চল যাই, বইয়ের মত বন্ধু নাই’। প্রতিদিন দুপুর ১ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত মেলা খোলা থাকবে। বইমেলায় প্রায় ৭০ টির বেশিবইয়ের স্টল রয়েছে। কলকাতা, বাংলাদেশ মিলিয়ে বড় প্রকাশনার স্টল রয়েছে মেলায়। এর পাশাপাশি লিটিল ম্যাগাজিন কর্নার রাখা হয়েছে। তাম্রলিপ্ত বইমেলা কমিটির উদ্যোগে এই বইমেলা এবছর পাঁচ বছরে পদার্পণ করল।
সৈকত শী