তিনি বলেন এই ঘটনার পর যেখানে যেখানে লুকোনো বোমা কিংবা অস্ত্র রয়েছে তদন্ত চালিয়ে যাতে কিছুদিনের মধ্যেই সমস্ত কিছু বাজেয়াপ্ত করে পুলিশ । আর ঠিক এই নির্দেশ পেতেই আবারও সক্রিয় হয়ে ওঠে বীরভূম জেলা পুলিশ । বিভিন্ন জায়গায় শুরু করে তদন্ত । আর এই তদন্তের জেরেই বীরভূমের একাধিক জায়গা থেকে উদ্ধার হয় তাজা বোমা । পরবর্তীতে সেই বোমা নিষ্ক্রিয় করে বোম স্কোয়াট । যেমন জেলা পুলিশের তৎপরতায় মুরারই , দুবরাজপুর , রামপুরহাট এছাড়াও বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমানে বোমা উদ্ধার করে পুলিশ । তারপর সেগুলি ফাঁকা জায়গায় করা হয় নিষ্ক্রিয় ।
advertisement
আরও পড়ুন: হঠাৎ হানায় ৪৩টি ড্রাম পেল পুলিশ, তার মধ্যে এগুলি কী! চক্ষু চড়কগাছ পুলিশের
তবে এবার ৩০ টি তাজা বোমা উদ্ধার করে বীরভূমের পাইকর থানার পুলিশ। পাইকর থানা এলাকার অন্তর্গত পঞ্চহর ও কুলরা যাওয়ার রাস্তার একটি কালভার্টের নীচে তিনটি প্লাস্টিকের বালতির মধ্যে পরিত্যক্ত অবস্থায় রাখা ছিলো বোমা গুলি । ওই এলাকায় মাঠে কাজ করতে আসা স্থানীয় কৃষকদের নজরে আসে বালতির মধ্যে থাকা বোমা গুলি । তারপর তারা খবর দেয় পাইকর থানার পুলিশকে ।
আরও পড়ুন: না থেকেও আসানসোলের ভোটে রয়েছেন অনুব্রত! দুটি জিনিসেই স্মরণ করাচ্ছে তৃণমূল
এই খবর পেতেই তৎক্ষণাৎ পাইকর থানার ওসি অরূপ দত্তের নেতৃত্বে ওই এলাকায় পৌঁছায় পাইকর থানার পুলিশ ও সঙ্গে সঙ্গে ঘিরে ফেলেন ওই এলাকাটি । তার পরিবর্রিতে পুলিশ খবর দেন বোম স্কোয়াডে । বোম স্কোয়াডের সদস্যরা এসে ওই বোমা গুলি নিষ্ক্রিয় করে আতঙ্ক মুক্ত করে ওই এলাকার মানুষদের ।