আরও পড়ুন: তৃণমূলের সাংসদদের নিয়ে শনিবার কালীঘাটে বৈঠক ডাকলেন নেত্রী মমতা, কী কারণে বৈঠক?
এদিকে চাষের জমির সেচনালা থেকে বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় নজরদারি চালানোর সময় জার ভর্তি বোমাগুলো উদ্ধার করে পুলিশ। সিআইডি বোম ডিস্পোজাল স্কোয়াডকে খবর দেয় পুলিশ। পরে তারা এসে বোমাগুলো নিষ্ক্রিয় করে। কে বা কারা কি উদ্দেশ্য এই বিপুল পরিমাণে বোমা মজুত করেছিলো তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
এবার ভোটের দিন বা তার আগে এই জেলায় বোমাবাজির ঘটনা ঘটেনি বললেই চলে। শুধু তাই নয়, এবার অনেকটাই শান্তিপূর্ণভাবে লোকসভা নির্বাচন পর্ব অনুষ্ঠিত হয়েছে বলে বিরোধীরাও দাবি করেছেন। এলাকার বাসিন্দারা বলছেন, ভোট গণনা মিটে যাবার পর কেন বোমা মজুত করা হচ্ছিল তা খতিয়ে দেখুক পুলিশ প্রশাসন। রাজনৈতিক কারণ না কি অন্য কোন কারণে এই বোমা মজুত করা হচ্ছিল তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন বাসিন্দারা।