Lok Sabha Elections TMC: তৃণমূলের সাংসদদের নিয়ে শনিবার কালীঘাটে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কী কারণে বৈঠক?

Last Updated:

Lok Sabha Elections TMC: তৃণমূলের সাংসদদের নিয়ে বৈঠক। লোকসভার ফল ঘোষণার পরের দিনই দলের নব নির্বাচিত সাংসদদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকের দিনক্ষণ সামনে এল।

মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফাইল ছবি
মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফাইল ছবি
কলকাতা: তৃণমূলের সাংসদদের নিয়ে বৈঠক। লোকসভার ফল ঘোষণার পরের দিনই দলের নব নির্বাচিত সাংসদদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকের দিনক্ষণ সামনে এল। সূত্রের খবর, শনিবার বিকেল চারটে থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের নিয়ে বৈঠকে বসতে পারেন।
আরও পড়ুন: নির্বাচনকলকাতা উত্তরের উত্তর সুদীপই, দল বদলে ৯২ হাজারের বেশি ভোটে হার তাপসের
২০২৪ এর লোকসভা ভোটে দুর্দান্ত ফল করেছে তৃণমূল। রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২৯টিতেই জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থীরা। বৈঠকে নির্বাচিত ২৯ জন সাংসদকেই আসতে বলা হয়েছে। এবারের নির্বাচিত ২৯ জন সাংসদের মধ্যে ১১ জন মহিলা রয়েছে, যেখানে পাঁচ মহিলা সাংসদ এ বারই প্রথম নির্বাচিত হলেন। তৃণমূল সাংসদদের মধ্যে নতুন মুখ হিসাবে রয়েছেন পার্থ ভৌমিক, সায়নী ঘোষ,কীর্তি আজাদ, ইউসুফ পাঠান প্রমুখরা। সেই সঙ্গে আসন সংখ্যার বিচারে এ বার চতুর্থ বৃহত্তম দল হয়েছে তৃণমূল। তাই সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তৃণমূল সাংসদেরা।
advertisement
কী হতে পারে সেই বৈঠকে? জানা গিয়েছে ২৯ জন নব নির্বাচিত সাংসদদের নিয়ে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আগামী দিনে সাংসদদের কী ভূমিকা হবে তা নিয়েও গুরত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সূত্রের খবর।
advertisement
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Elections TMC: তৃণমূলের সাংসদদের নিয়ে শনিবার কালীঘাটে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কী কারণে বৈঠক?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement