পুলিশ সূত্রে খবর, রবিবার রাতেই সামশেরগঞ্জ থানার অন্তর্গত ভবানীবাটি হাটপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় বোমা পড়ে থাকার খবর আসে। এই খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় সামশেরগঞ্জ থানার পুলিশ। এরপর তল্লাশি চালাতেই চাষের জমি থেকে উদ্ধার হয় ব্যাগ ভর্তি তাজা বোমা।
আরও পড়ুনঃ ফ্ল্যাট ফাঁকা থাকলেই বিপদ! বর্ধমানের রেনেসাঁ উপনগরীতে ফের চুরি, দু’টি ফ্ল্যাটের তালা ভেঙে চলল লুঠ
advertisement
এই ঘটনার পর থেকে বোমা রাখার স্থান ঘিরে রেখেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। সেই সঙ্গেই বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। এদিন সকাল থেকে নতুন করে জমিতে তল্লাশি চালায় পুলিশ।
কে বা কারা চাষের জমিতে বোমা রেখেছে তা তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ। অন্যদিকে কালভার্ট সংলগ্ন এলাকায় চাষের জমিতে এভাবে বোমা রাখার ঘটনায় স্থানীয়রা উদ্বিগ্ন। সম্পূর্ণ বিষয়টি তদন্ত করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
