হঠাৎ করে আশেপাশের লোকজন দেখতে পায়, রেল লাইনের ধারে বোমা রাখা হচ্ছে! এমন কুকর্ম করার সময় লোকজন তা দেখে ফেলে। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায়। নিমতিতা স্টেশনে আটকে যায় জঙ্গিপুরগামী ট্রেন। দীর্ঘক্ষণ ধরে আটকে রাখা হয় ট্রেনটিকে। ঘটনার খবর পেয়ে পৌঁছন রেলের অফিসাররা। ইতিমধ্যে দুজন ব্যক্তিকে আটক করে নিয়ে যায় সুতি থানার পুলিশ। উদ্ধার হয় বোমা।
advertisement
আরও পড়ুন- বাসের ভিতর কী নড়াচড়া করছে! সর্বনাশ! ব্যাগ খুলতেই আঁতকে উঠলেন সকলে
এর আগেও বোমা বিস্ফোরণের ঘটনায় সরগরম হয়েছিল নিমতিতা। এর আগে ২০২১ সালে শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনকে নিমতিতা স্টেশনে বোমার আঘাতে জখম করেছিল দুষ্কৃতিরা। বছর তিনেক আগে কলকাতা যাওয়ার জন্য সুতির নিমতিতা স্টেশনে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণে গুরুতর জখম হন জাকির হোসেন-সহ আরও বেশ কয়েকজন। সেই ঘটনার তদন্তে নামে এনআইএ। সেই ঘটনার প্রভাব পড়েছিল বাংলার রাজনীতিতে।