বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ হঠাৎই বাজ পড়ার মতো শব্দ শুনে ঘুম ভেঙে যায় ভাতারের বানেশ্বরপুর গ্রামের বাসিন্দাদের একাংশের৷ আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে তাঁরা দেখেন, গ্রামেরই বাসিন্দা জামরুল শেখের মাটির বাড়ির একাংশ ভেঙে পড়েছে, উড়ে গিয়ে অ্যাজবেস্টসের চালও৷ তখনই বোঝা যায়, জামরুল শেখের বাড়িতেই বিস্ফোরণ ঘটেছে৷ বিস্ফোরণের সময় জামরুল শেখ ছাড়াও তার ছেলে লালচাঁদ শেখ এবং স্ত্রী মাজেদা বিবি বাড়িতে ছিল৷
advertisement
জানা গিয়েছে, জামরুল এবং তার ছেলে কেরলে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল৷ কিছুদিন আগে ফিরে আসে তারা৷ তার পরেই বাড়িতে এই বিস্ফোরণ৷ পুলিশের অনুমান, বাড়িতে মজুত করে রাখা বোমা ফেটেই বিস্ফোরণ ঘটেছে৷ ফলে জামরুল এবং তার ছেলেই বাড়িতে বোমা বাঁধার কাজ করত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷ তদন্তকারীদের ধারণা, বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটলে ঘরের ভিতরে থাকা বাসিন্দাদের আঘাত আরও গুরুতর হত৷ জামরুল শেখ এবং তার স্ত্রী ও ছেলেকে জেরা শুরু করেছে পুলিশ৷
বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জেলা পুলিশের বম্ব ডিটেকশন স্কোয়াড৷ সিআইডি-র বম্ব ডিসপোজাল স্কোয়াডকেও খবর দেওয়া হয়েছে৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, ঘরে একসঙ্গে অনেক বোমা মজুত করা ছিল৷