চব্বিশ ঘন্টা আগে শুক্রবার ডোমকলে বোমা বাঁধতে গিয়ে বোমা বিস্ফোরিত হয়। মৃত্যু হয় একজন মহিলার। ডোমকলে বোমা বিস্ফোরণে প্রাণ হারান এক গৃহবধূ। নিজের বাড়ির উঠোনে বালতিতে ছিল বোমা, আর সেখানেই ঘটে বিস্ফোরণ। মুর্শিদাবাদের ডোমকলের ঘোড়ামারা নিশ্চিন্তপুর কামুড়দিয়াড় ঘাটপাড়া এলাকায় ঘটনা ঘটে শুক্রবার। মৃতের নাম ছিদ্দাতন বিবি বয়স আনুমানিক ৪০ বছর।
advertisement
আরও পড়ুনঃ পিকনিক করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড! সিলিন্ডার ফেটে জ্বলছে বাড়ি, পুড়ে ছাই, অল্পের জন্য রক্ষা…!
এই ঘটনার ঠিক চব্বিশ ঘন্টা পর হতে না হতেই আবার বোমা বিস্ফোরণের ঘটনা। এবার রেজিনগর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদ্ধার হয়েছে তাজা বোমা। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, রেজিনগর এলাকায় বোমা বাঁধার জন্য উসমান সেখকে নিয়ে আসা হয়েছিল। সে বোমা বাঁধার কাজ করছিল।
আরও পড়ুনঃ বিসর্জনের বিষাদের মাঝেই মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণ! মৃত্যু মহিলার, বাড়িতে কীভাবে এল বোমা? রহস্য
পুলিশ ও প্রশাসন যখন দুর্গাপুজোর ভাসানকে কেন্দ্র করে ব্যস্ত তখন দুস্কৃতীরা আড়ালে বোমা বাঁধার কাজ করছে। বছর শেষ হলেই ২০২৬ বিধানসভা নির্বাচন। তার জন্যই কি বোমা বাঁধার কাজ চলছে রাজ্যের নানা প্রান্তে? উঠছে প্রশ্ন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘আমরা এই ঘটনায় তদন্ত শুরু করেছি। যার মৃত্যু হয়েছে তার দেহ খুঁজে পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে প্রচুর তাজা বোমা উদ্ধার করা হয়েছে’।