কংগ্রেস কর্মী জাহাঙ্গির সেখের স্ত্রী রেজিনা বিবি বলেন, ‘‘আমার ভাই কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছে। আমরা ভাইয়ের সমর্থনে ভোটের প্রচার করছি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে চক্রান্ত করেই আমাদের বাড়িতে বোমা মজুত করে রাখা হয়েছিল। আমারা ভোটের প্রচারে বেরিয়েছিলাম, বাড়িতে কেউ ছিল না সেই সময় বোমা বিস্ফোরণ হয়।’’
আরও পড়ুন: নির্বাচন বিধি ভঙ্গ করে চাল ত্রিপল দেওয়ার অভিযোগে হাতেনাতে ধরল গ্রামবাসীরা, গ্রেফতার কংগ্রেস কর্মী
advertisement
অন্যদিকে আবারও সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য রেজিনগরে। গোপনসূত্রে খবর পেয়ে রবিবার রেজিনগর থানার পুলিশ ঝিকরা বাসন্তীতলা এলাকার একটি বাগানে তল্লাশি চালায়। সেখান থেকে জার ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করে পুলিশ। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। খবর দেওয়া হলে বোম স্কোয়াড কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। কে বা কারা এই বাগানের মধ্যে বোমা ফেলে রেখে গিয়েছিল, তার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ।
আরও পড়ুন: রাতের অন্ধকারে নির্দল প্রার্থীর হয়ে প্রচার! কর্মীদের হাতে পাকড়াও তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী
ভোটের আগে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এলাকাবাসী অশোক মণ্ডল বলেন, ‘‘আমরা খুব আতঙ্কে আছি। বাগানে ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলো করে। যে কোনও সময়ে বড় ধরনের বিপদ ঘটে যেতে পারত। আমরা পুলিশি নিরাপত্তা চাই।’’