North 24 Parganas News: নির্বাচন বিধি ভঙ্গ করে চাল ত্রিপল দেওয়ার অভিযোগে হাতেনাতে ধরল গ্রামবাসীরা, গ্রেফতার কংগ্রেস কর্মী

Last Updated:

নির্বাচন বিধি ভঙ্গ করে চাল ত্রিপল দেওয়ার অভিযোগ। হাতেনাতে ধরল গ্রামবাসীরা। গ্রেফতার এক কংগ্রেস কর্মী। ভোটারদেরকে জিনিসপত্র দিয়ে প্রভাবিত করার অভিযোগে গ্রেফতার হলেন বাক্কার সর্দার নামে এক কংগ্রেস কর্মী।

চাল ও ত্রিপল দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ 
চাল ও ত্রিপল দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ 
বসিরহাট: নির্বাচন বিধি ভঙ্গ করে চাল ত্রিপল দেওয়ার অভিযোগ। হাতেনাতে ধরল গ্রামবাসীরা। গ্রেফতার এক কংগ্রেস কর্মী। ভোটারদেরকে জিনিসপত্র দিয়ে প্রভাবিত করার অভিযোগে গ্রেফতার হলেন বাক্কার সর্দার নামে এক কংগ্রেস কর্মী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার বরুনহাট রামেশ্বরপুর পঞ্চায়েতের এলাকায়।
এই ঘটনার জেরে এদিন রামেশ্বরপুর পঞ্চায়েতের ৪২ নম্বর বুথে তৃণমূলের প্রার্থী সাহেব সর্দার হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ করেন, কংগ্রেস প্রার্থীর হয়ে কংগ্রেস কর্মী হিসাবে পরিচিত বাক্কার সর্দার একটি বেসরকারি সংগঠনের মালপত্র এলাকায় বণ্টন করছেন ভোটারদের প্রভাবিত করতে। পুলিশ অভিযোগ পেয়ে বাক্কা সর্দারকে গ্রেফতার করেন এবং তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত করে বেশ কিছু ত্রিপল, কম্বল-সহ বিভিন্ন সামগ্রী।
advertisement
advertisement
স্থানীয় তৃণমূল নেতা পিন্টু মোল্লা বলেন, ‘‘রাতের বেলা এলাকায় এই সব সামগ্রী ভোটারদের মধ্যে বণ্টন করা হয়েছে বলে আমরা খবর পেয়েছি। আসলে বেসরকারি সংগঠনের এই সব সামগ্রী সঠিক সময় বণ্টন না করে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী হিসেবে পরিচিত বাক্কার এখন ভোটারদের প্রভাবিত করার জন্য এসব জিনিসপত্র কাজে লাগাচ্ছেন। শনিবার সকালে এই মালপত্র ৪২ নম্বর বুথ এলাকা দিয়ে ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধরে ফেলেন।’’
advertisement
স্থানীয় কংগ্রেস নেতা আব্দুর রহুর গাজী বলেন, ‘‘আসলে ওইসব মালপত্রগুলো একটা ঘর থেকে আর একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য। ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ ভিত্তিহীন।’’
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: নির্বাচন বিধি ভঙ্গ করে চাল ত্রিপল দেওয়ার অভিযোগে হাতেনাতে ধরল গ্রামবাসীরা, গ্রেফতার কংগ্রেস কর্মী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement