TRENDING:

Bolpur Sonajhuri Haat: সোনাঝুরি হাটে যাচ্ছেন? এই খবর না জানলেই বড় মিস!

Last Updated:

Bolpur Sonajhuri Haat: অবৈধভাবে নিয়ম না মেনে জঙ্গলের মধ্যে রাস্তা তৈরি করার অভিযোগ তোলেন স্থানীয়রা হোটেল, রিসর্ট ব্যবসায়ীদের বিরুদ্ধেই। বন দফতরের ম্যাপ, সীমানা কতটা। তাছাড়াও সীমানা সুরক্ষিত করতে নিরাপত্তা আরও জোরদার করা হবে বলেই জানা যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: ফিতে দিয়ে শুরু হল মাপজোক, সীমানা নির্ধারণ আগেই শুরু হয়েছিল। এবার শান্তিনিকেতনের সোনাঝুরি হাট নিজেদের সীমানার মধ্যে আনতে উদ্যোগী বন দফতর। সোমবার ফের নকশা দেখেই পিলার দিয়ে করা হয় জায়গার চিহ্নিতকরণ। পাশাপাশি জঙ্গলের মধ্যে কোনওভাবেই যাতে ভারী যানবাহন প্রবেশ করতে না পারে প্রবেশপথেই দেওয়া হয় পিলার। কারণ যানবাহন প্রবেশের ফলে জঙ্গলের গাছের বিগত বেশ কয়েক বছর ধরে ক্ষতি হচ্ছে। ভূমি দফতরের রেকর্ডের সঙ্গে বনদফতরের রেকর্ড খতিয়ে দেখার একদিকে যেমন কাজ চলছে। তেমনই বেশ কিছু রিসোর্ট, হোটেল এবং বাড়ি রয়েছে বন দফতরের জায়গায়। আগেই তাদের নোটিস দেওয়া হয়। বন দফতরের অধীনে থাকা জমি চিহ্নিতকরণ ছাড়াও শীঘ্রই জঙ্গলে পিলার দেওয়ার কাজ চলছে।
সোনাঝুরি হাট
সোনাঝুরি হাট
advertisement

আরও পড়ুনঃ ৪o-এও মারকাটারি ফিগার! গ্যারান্টি! ম‍্যাজিক ‘৩’ ড্রিকসে ঝপঝপ করে ঝরবে ওজন! ৭দিনে গায়েব পেটের মেদ

অবৈধভাবে নিয়ম না মেনে জঙ্গলের মধ্যে রাস্তা তৈরি করার অভিযোগ তোলেন স্থানীয়রা হোটেল, রিসর্ট ব্যবসায়ীদের বিরুদ্ধেই। বন দফতরের ম্যাপ, সীমানা কতটা। তাছাড়াও সীমানা সুরক্ষিত করতে নিরাপত্তা আরও জোরদার করা হবে বলেই জানা যায়। খাতায়-কলমে ১৭০০ জন পসরা সাজিয়ে বসলেও বিস্তীর্ণ এলাকায় পরপর তিনটি হাটে হস্তশিল্পীদের সংখ্যা প্রায় দু’হাজার ছাড়িয়েছে। আজ থেকে কয়েক বছর আগে এই হাট নিছক কয়েকজন শিল্পীদের উদ্যোগে ছোট আকারে শুরু হয়েছিল। তবে, বর্তমানে এই হাট পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণীয় জায়গা।

advertisement

সোনাঝুরির হাট কমিটির সম্পাদক তন্ময় মিত্র বলেন, “বহু বছর ধরে স্থানীয় হস্তশিল্পী, কুটিরশিল্পী ও আদিবাসী শিল্পীরা বিকিকিনি উদ্দেশ্যেই জঙ্গলের মধ্যেই হাটে বসছেন। হাটকে কেন্দ্র করে শান্তিনিকেতন সংলগ্ন স্থানীয় মহিলারা আয়ের পথ খুঁজে পেয়েছেন। বনদফতরজঙ্গলের চিহ্নিতকরণের পাশাপাশি সীমানা দিতেই পারে। রুটি রুজির প্রশ্নে হাটে বসা শিল্পী ও ব্যবসায়ীদের পেটে লাথি না পড়লেই হল। হাট পরিচালনা হচ্ছে বনদফতরের নিয়ম মেনেই।”

advertisement

View More

আরও পড়ুনঃ কুকুর পোষেন, কিন্তু জানেন কেন কুকুররা মানুষকে চাটে? কারণ শুনলে আকাশ থেকে পড়বেন

অভিযোগ, সোনাঝুরিপল্লী এলাকাটি ক্রমশ আবর্জনা স্তূপে পরিণত হচ্ছে হাট ও পার্শ্ববর্তী এলাকা।জঙ্গলের ক্ষতি থেকে শুরু করে পাল্লা দিয়ে বাড়ছে দূষণও।আর সেই কারণেই ওই এলাকায় আরও বেশি পরিমাণে গাছ লাগানোর পরিকল্পনা করছে বনদফতর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সৌভিক রায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bolpur Sonajhuri Haat: সোনাঝুরি হাটে যাচ্ছেন? এই খবর না জানলেই বড় মিস!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল