আরও পড়ুনঃ ৪o-এও মারকাটারি ফিগার! গ্যারান্টি! ম্যাজিক ‘৩’ ড্রিকসে ঝপঝপ করে ঝরবে ওজন! ৭দিনে গায়েব পেটের মেদ
অবৈধভাবে নিয়ম না মেনে জঙ্গলের মধ্যে রাস্তা তৈরি করার অভিযোগ তোলেন স্থানীয়রা হোটেল, রিসর্ট ব্যবসায়ীদের বিরুদ্ধেই। বন দফতরের ম্যাপ, সীমানা কতটা। তাছাড়াও সীমানা সুরক্ষিত করতে নিরাপত্তা আরও জোরদার করা হবে বলেই জানা যায়। খাতায়-কলমে ১৭০০ জন পসরা সাজিয়ে বসলেও বিস্তীর্ণ এলাকায় পরপর তিনটি হাটে হস্তশিল্পীদের সংখ্যা প্রায় দু’হাজার ছাড়িয়েছে। আজ থেকে কয়েক বছর আগে এই হাট নিছক কয়েকজন শিল্পীদের উদ্যোগে ছোট আকারে শুরু হয়েছিল। তবে, বর্তমানে এই হাট পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণীয় জায়গা।
advertisement
সোনাঝুরির হাট কমিটির সম্পাদক তন্ময় মিত্র বলেন, “বহু বছর ধরে স্থানীয় হস্তশিল্পী, কুটিরশিল্পী ও আদিবাসী শিল্পীরা বিকিকিনি উদ্দেশ্যেই জঙ্গলের মধ্যেই হাটে বসছেন। হাটকে কেন্দ্র করে শান্তিনিকেতন সংলগ্ন স্থানীয় মহিলারা আয়ের পথ খুঁজে পেয়েছেন। বনদফতরজঙ্গলের চিহ্নিতকরণের পাশাপাশি সীমানা দিতেই পারে। রুটি রুজির প্রশ্নে হাটে বসা শিল্পী ও ব্যবসায়ীদের পেটে লাথি না পড়লেই হল। হাট পরিচালনা হচ্ছে বনদফতরের নিয়ম মেনেই।”
আরও পড়ুনঃ কুকুর পোষেন, কিন্তু জানেন কেন কুকুররা মানুষকে চাটে? কারণ শুনলে আকাশ থেকে পড়বেন
অভিযোগ, সোনাঝুরিপল্লী এলাকাটি ক্রমশ আবর্জনা স্তূপে পরিণত হচ্ছে হাট ও পার্শ্ববর্তী এলাকা।জঙ্গলের ক্ষতি থেকে শুরু করে পাল্লা দিয়ে বাড়ছে দূষণও।আর সেই কারণেই ওই এলাকায় আরও বেশি পরিমাণে গাছ লাগানোর পরিকল্পনা করছে বনদফতর।
সৌভিক রায়