অভিযোগ, নবম শ্রেণির ছাত্রীকে বেধড়ক মারধর করে সিনিয়র পড়ুয়ারা। ছাত্রী যখন বিদ্যালয়ের টয়লেট ব্যবহার করার জন্য যাচ্ছিল, ঠিক তখনই ওই বিদ্যালয়েরই উঁচু ক্লাসের ছাত্রীরা পিছন থেকে চোখ বেঁধে বেধড়ক মারধর করে। ছাত্রী বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী দিনে বিদ্যালয়ে পাঠানো হবে কিনা তা নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি পরিবার। এখনও পর্যন্ত। অন্যদিকে অন্যান্য অভিভাবকরাও কার্যত এই ঘটনার পর আতঙ্কিত রয়েছে। যদিও এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। নবম শ্রেণির ওই ছাত্রী কার্যত আতঙ্কের মধ্যে রয়েছে।
advertisement
প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যু নিয়ে তোলপাড় হয়েছিল দেশ। প্রশ্ন উঠেছিল হস্টেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। অনেকেরই দাবি ছিল, হস্টেলের ভিতরে সিনিয়রদের দাদাগিরি, মাত্রাতিরিক্ত র্যাগিংয়ের কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে।