TRENDING:

South Dinajpur News: কাঠামো পুজোর মধ্যে দিয়ে প্রস্তুতি শুরু উত্তরবঙ্গের বিখ্যাত বোল্লা রক্ষা কালী মায়ের পুজো

Last Updated:

উত্তরবঙ্গের বোল্লা রক্ষা কালী মায়ের পুজো উপলক্ষে সেজে উঠেছে মন্দির চত্বর। প্রথমে পুকুর থেকে তুলে আনা হয় কাঠামো। এরপরেই মন্দিরের সামনে কাঠামো রেখে পুজো চলে। আগামী ২২ নভেম্বর পুজা ও মেলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর : উত্তরবঙ্গের অন্যতম দ্বিতীয় বৃহত্তম ঐতিহ্যবাহী বোল্লা রক্ষা কালী মায়ের পুজো উপলক্ষে সেজে উঠেছে মন্দির চত্বর। এবছর আগামী ২২নভেম্বর বোল্লা কালীপুজো অনুষ্ঠিত হবে। তার আগে এদিন বোল্লা কালী মন্দিরের পার্শ্ববর্তী পুকুর থেকে প্রতিমা তৈরির কাঠামো তুলে পুজোর প্রস্তুতি শুরু হল।এরপর বোল্লা মাকে এদিন ৫৬ রকমের ভোগ দিয়ে পুজো দেওয়া হয়।
advertisement

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের বোল্লা গ্রামের সাড়ে সাত হাত উচ্চতার রক্ষাকালী পুজো হয় রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে। সেই অনুসারে এবছর ২২নভেম্বর অনুষ্ঠিত হবে বোল্লা কালী পুজো।বোল্লা পুজো উপলক্ষে চারদিন ব্যাপী মেলা বসে মন্দির ঘিরে। কয়েক লক্ষ ভক্ত সমাগম হয় মেলা ও পুজো উপলক্ষে। এবছর ২২নভেম্বর বোল্লা কালীপুজো উপলক্ষে এদিন মন্দির পার্শ্ববর্তী পুকুর থেকে প্রতিমা তৈরির কাঠামো তোলা হয়।

advertisement

আরও পড়ুন – Earn Money: অল্প পুঁজিতে নিশ্চিত আয়! নিজের বাড়ি থেকেই শুরু করুন এই ব্যবসা

জানা গিয়েছে, ৪০০ বছরের প্রাচীন এই কালী পুজোর পাশাপাশি তিনদিনের মেলাও হয় এখানে। পুজোর সারাদিন তো বটেই, রাতভর কয়েক লক্ষ ভক্ত বা পুণ্যার্থীদের সমাগম হয়। সামনে থেকে একঝলক রক্ষাকালী মায়ের দর্শনের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকেন দূরদূরান্ত থেকে আসা ভক্তরা। মায়ের প্রধান ভোগ খাজা, বাতাসার মানতের ঢল নামে মন্দির প্রাঙ্গনে।

advertisement

View More

প্রতিমা বিসর্জনের পরের বছরের কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার পরবর্তী দিনে পুকুর থেকে কাঠামো তোলা হয়। পুজো শুরু হতেই মন্দির চত্বরে ভিড় ভক্তদের। এর পরবর্তী শুক্রবার থেকে প্রতিমা তৈরির কাজ শুরু হবে। রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে বোল্লা কালী পুজো অনুষ্ঠিত হবে। অর্থাৎ এবছর ২২নভেম্বর দক্ষিণ দিনাজপুর জেলার সর্ববৃহৎ মেলা ও উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বোল্লা কালী পুজো অনুষ্ঠিত হবে। আজকের কাঠামো পুজো উপলক্ষেই বহু পূর্নার্থীর সমাগম লক্ষ্য করা যাচ্ছে। বসেছে মায়ের ভোগের জন্য রকমারি সন্দেশ সহ খাজা বাতাসা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

Susmita Goswami

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South Dinajpur News: কাঠামো পুজোর মধ্যে দিয়ে প্রস্তুতি শুরু উত্তরবঙ্গের বিখ্যাত বোল্লা রক্ষা কালী মায়ের পুজো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল