সোমবার থেকে নিখোঁজ ছিলেন নবগ্রামের চাণক গ্রামের ডাঙাপাড়ার বাসিন্দা বরুন মণ্ডল (৩৮)। পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। কিন্তু রাত পোহাতেই মিলল খোঁজ। এলাকারই ডাঙাপাড়া জঙ্গলের কাছ থেকে ওই ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। বাড়ির কাছ থেকে দেহ উদ্ধার হওয়ায় বিষয়টি নিয়ে আরও বেশি আলোড়ন পড়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুন: মাঝরাতের বিভীষিকা! গ্যাস সিলিন্ডার ফেটে মায়ের মৃত্যু, আশঙ্কাজনক মেয়ে
গ্রামবাসীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবগ্রাম থানার পুলিশ। প্রথমাফিক তারা দেহ নিয়ে গিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। গ্রামবাসীদের অভিযোগ, বরুন মণ্ডলকে খুন করে কেউ বা কারা রাতের অন্ধকারে ওখানে দেহ ফেলে গিয়েছিল। এই বিষয়ে তারা বরুন মণ্ডলের স্ত্রীর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বেশ কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না ওই ব্যক্তির। দু’জনের মধ্যে বিরোধ চলছিল। গ্রামবাসীদের সন্দেহ, সেই বিরোধের কারণেই স্বামীকে খুন করে থাকতে পারেন বরুনের স্ত্রী। পুলিশের কাছে এই ঘটনায় জড়িত প্রত্যেকের কঠোর শাস্তির দাবি জানিয়েছে প্রতিবেশীরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে কতগুলো প্রশ্ন সামনে উঠে এসেছে। মাত্র একদিনের ব্যবধানে একজন জীবিত মানুষের দেহ কী করে পচে গলে যেতে পারে, সেই বিষয়টাই গ্রামবাসী থেকে শুরু করে পুলিশ সকলকেই ভাবাচ্ছে। অনেকে এর পিছনে গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন। যদিও ময়নাতদন্তের রিপোর্ট যতক্ষণ না আসছে ততক্ষণ এই বিষয়ে পুলিশ কোনও মন্তব্য করতে চায়নি।