স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে বাঁকুড়া থেকে ১২ জন শ্রমিক মুর্শিদাবাদের ধুলিয়ান কলাবাগান সংলগ্ন ফেরিঘাট আসে মালদার পারলালপুর ফেরি ঘাট যাওয়ার জন্য। তাদের সকলের বাড়ি মালদা জেলায়। বাঁকুড়ায় কাজে গিয়েছিলেন। কাজ সম্পন্ন করে বাড়ি ফিরে যাওয়ার জন্য ঘাটের নৌকা রাত ৯ টার পর বন্ধ থাকায় দুই জন মৎসজীবিকে বলে পারাপার করার জন্য। দুই মৎসজীবি রাজি হয়ে যায় ৮০০ টাকার বিনিময়ে বলে জানা যায়। কিন্তু তাদের নিজের নৌকা না থাকায়, রঞ্জন মন্ডলের একটি ছোট নৌকা তাকে না জানিয়ে, তার নৌকা নিয়ে তাদের পারাপার করতে যায়।
advertisement
প্রশাসনের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নৌকা ঘাট বন্ধ থাকায় ছোট নৌকা করে প্রায় ১২ জন শ্রমিক নিয়ে ধুলিয়ান কলাবাগান সংলগ্ন ফেরিঘাট থেকে পারলালপুর ঘাটের উদ্দেশ্যে যাওয়ার সময় হঠাৎই নৌকা উল্টে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে সামশেরগঞ্জ থানার পুলিশ, বিএসএফ ও স্থানীয় মাঝিরা। ভোর রাতে জীবিত ১৩ জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ হয়ে যায় এক ব্যক্তি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিখোঁজ ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ ব্যক্তির নাম জাহাঙ্গীর শেখ। বয়স ৩৫ বছর। বাবার নাম লিয়াকত আলি। বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার বাবরাবাদ গ্রামে। শুক্রবার সকাল থেকে নিখোঁজ শ্রমিকের পরিবার ও পুলিশ প্রশাসনের উদ্যোগ ডুবুরি টিম গঙ্গায় তল্লাশি চালাছে। পুলিশ সূত্রে জানা যায়, দুই জন মৎসজীবি যারা গতকাল রাতে অন্যের নৌকা নিয়ে যাচ্ছিলেন তাদের আটক করেছে পুলিশ। ভোর রাতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সামশেরগঞ্জ থানার পুলিশ ও বৈষ্ণবনগর থানার পুলিশ। জীবিত ১৩ জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ হয়ে যায় এক ব্যক্তি বলে জানা যায়। সকালে ডুবরির টিম তল্লাশি করছে। ইতিমধ্যেই ডুবে যাওয়া নৌকাটিকে উদ্ধার করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। একটি ব্যাগ উদ্ধার হয় সেই নৌক থেকে। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
কৌশিক অধিকারী