জানা যাচ্ছে, সেই সময় নদীতে জল কম থাকলেও মারাত্মক স্রোত ছিল। বিষয়টি অন্যান্য ভুটভুটির মাঝিদের নজরে আসতেই তাঁরা উদ্ধারের জন্য এগিয়ে যান। কিন্তু ততক্ষণে অনেক যাত্রীই ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকে মাঝনদীতে ভুটভুটি থেকে লাফও দিয়েছেন। তাঁদের অত্যন্ত দ্রুততার সঙ্গে অন্য ভুটভুটিতে তুলে নেওয়া হয়।
আরও পড়ুনঃ বাঁশ আর হাতের কারুকার্য, দিনে ৫০০-১০০০ টাকা আয়! ঘরে বসে উপার্জনের নয়া দিশা দেখাচ্ছেন হস্তশিল্পীরা
advertisement
দীর্ঘ প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় উদ্ধার হন সকলেই। তবে এদিনের এই ঘটনায় মৃত্যুকে কার্যত সামনে থেকে দেখলেন বলে দাবি যাত্রীদের। ভুটভুটিতে অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই নদীর চড়ায় আটকে গিয়েছিল বলে দাবি স্থানীয়দের।
প্রশাসনের নাকের ডগায় প্রতিনিয়ত গোসাবা ও গদখালির মধ্যে খেয়া পারাপারে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ উঠছে। এদিনও সেই কারণেই দুর্ঘটনার কবলে পড়তে পড়তে বাঁচলেন যাত্রীরা। ঘটনার সময়ের ছবি এই মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল।