মৌলিক সব সবজি। বনসাই এবং আরও কত কি? না গেলে মিস! চলবে মঙ্গলবার পর্যন্ত। এই পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম পুরস্কার ছিনিয়ে নিয়েছেন অভিজ্ঞ ফ্লাওয়ারিস্ট পান্নালাল লাই। তিনি এইবারে নিয়ে এসেছেন তাঁর নতুন চমক ব্ল্যাক টমেটো। পান্নালাল বলেন, “কলকাতার চারটি চারা এনেছি। দুটি আমি রেখেছি। ব্ল্যাক টমেটো এর আগে আমার দেখা কেউ প্রদর্শনীতে নিয়ে আসেনি, সম্ভবত আমিই প্রথম।”
advertisement
ব্ল্যাক টমেটো ছাড়াও পান্নালালের আরও এক চমক একটি গাছেই ফুলকপি -বাঁধাকপি এবং ওলকপি ফলানো। এমন ম্যাজিক কীভাবে সম্ভব করলেন পাল্লালাল লাই। জানলে অবাক হবেন এই পদ্ধতিকে বলে গ্রাফটিং। অত্যন্ত ধারালো টুল ব্যবহার করে প্রস্থ ছেদন করে দুটি গাছের ডিএনএ ম্যাচ করে লাগানো হয়। খুবই সংরক্ষণে করতে হয় এই কাজ। সিদ্ধ হস্ত বাঁকুড়ার পান্নালাল লাই। এর আগে একটি গাছেই ফলিয়েছিলেন লঙ্কা এবং টমেটো। এবার করলেন একটি গাছে তিনটি কপি! ফুলকপি, বাঁধাকপি এবং ওলকপি।
আরও পড়ুন: ৭ দিন পরেই সূর্যের গোচর! ৩ রাশির কপালে টাকার বৃষ্টি, দরজায় কড়া নাড়ছে ভাল সময়
যদি এই প্রকৃতির অদ্ভুত দর্শন গাছ-গাছালি দেখতে চান তাহলে অবশ্যই চলে আসুন বাঁকুড়ার জেলা পরিষদের অডিটরিয়াম প্রাঙ্গণে। উপভোগ করুন ৩৮ তম বাঁকুড়া ফ্লোরিকালচার আয়োজিত বার্ষিক পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতা।
নীলাঞ্জন ব্যানার্জী