সকাল সাড়ে ১১'টা নাগাদ নিজের বিধানসভা কেন্দ্রে, নন্দীগ্রাম-২ ব্লকে 'মন কি বাত' অনুষ্ঠানে যোগ দেবেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে, নন্দীগ্রাম-২ ব্লকে চাটাই বৈঠকে যোগ দেবেন কুণাল ঘোষ ও রাজীব বন্দ্যোপাধ্যায়। যে রাজীব বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের আগে যোগ দিয়েছিলেন বিজেপিতে। ভোট মেটার কয়েক মাস পরেই ফিরে আসেন তৃণমূল কংগ্রেসে। পঞ্চায়েতের আগে রবিবাসরীয় দিনে নন্দীগ্রামে রাজনৈতিক সভা ঘিরে তাই আগ্রহ সব মহলেই।
advertisement
নন্দীগ্রামে তৃণমূলের অভিনব কর্মসূচী। গত রবিবার থেকে শুরু হচ্ছে চাটাই বৈঠক। নন্দীগ্রামের দুই ব্লকেই এই কর্মসূচী নিয়েছে তৃণমূল কংগ্রেস। বাড়ি বাড়ি গিয়ে, উঠোনে চাটাই পেতে বসে তাদের সঙ্গে গল্প করবে তৃণমূল কংগ্রেস। চাটাইয়ে বসেই শোনা হবে অসুবিধা। স্থানীয় নেতৃত্বের পাশাপাশি যাবেন কলকাতা থেকে নেতারাও। সমস্যার সমাধান এভাবেই করতে চায় তৃণমূল। জনসংযোগ ঝালিয়ে নেওয়া হবে এর মাধ্যমে। তৃণমূলের লক্ষ্য পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামে জয়।
আরও পড়ুন: ক্ষমতায় এলেই লক্ষ্মীর ভান্ডরে ২০০০ টাকা করে! সুকান্তর দাবিতে তীব্র শোরগোল, অস্বস্তিও
পঞ্চায়েতের আগে তাই তৃণমূলের এই অভিনব জনসংযোগ কর্মসূচী।বিধানসভা ভোটে এই নন্দীগ্রাম কেন্দ্র থেকেই ভোটে জিতে রাজ্যের বিরোধী দলনেতার আসনে বসেছেন বিজেপির শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম-১ ব্লকে রয়েছে ১০টি ও ২ ব্লকে রয়েছে ৭টি পঞ্চায়েত। ২০১৮-এর পঞ্চায়েত নির্বাচনে এখানে তৃণমূলের একচ্ছত্র দাপট থাকলেও এ বার বিজেপির সঙ্গে জোরদার লড়াইয়ের সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল। যার আগাম ইঙ্গিত মিলেছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দুর একাধিক জনসভা থেকে। যদিও বিজেপির হুঙ্কারকে গুরুত্ব দিতে নারাজ নন্দীগ্রামের তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন: শীতের মাঝেই বৃষ্টির আগমন বাংলায়? আবহাওয়ার বড় পূর্বাভাস হাওয়া অফিসের
যদিও পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের সবচেয়ে বেশি আলোচিত জায়গা হয়ে আছে এই নন্দীগ্রাম। আগামী সপ্তাহে আবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে সভা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। ফলে ভোটের দামামা কার্যত বেঁধে গেছে।