TRENDING:

দিলীপ ঘোষের গ্রামে গ্রাম পঞ্চায়েত দখলে রাখল বিজেপি

Last Updated:

গ্রাম বাংলা এবং পঞ্চায়েত সমিতিতে চলছে ভোটগণনা ৷ বিপুল ভোটে বিরোধী দলগুলিকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে তৃণমূল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঝাড়গ্রাম: গ্রাম বাংলা এবং পঞ্চায়েত সমিতিতে চলছে ভোটগণনা ৷ বিপুল ভোটে বিরোধী দলগুলিকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে তৃণমূল ৷ কিন্তু শাসক দলের এই বিপুল জয়ের মাঝেই রাজ্যে দ্বিতীয় দল হিসেবে উঠে আসল বিজেপি ৷ তৃণমূলকে টেক্কা দিয়ে বিপুল ভোটে জয় ছিনিয়ে নিল ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ৷ গোপীবল্লভ পুর 2নম্বর ব্লকের কুলিয়ানা গ্রাম পঞ্চায়েত বিজেপি র দখলে ৷
advertisement

রাজ্যের ২০টি জেলায় হয়েছে পঞ্চায়েত নির্বাচন ৷ পাশাপাশি ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির অস্তিত্বই যেখানে মেলেনি ৷ সেখানে এবছর বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতও এসেছে বিজেপির দখলে ৷ এই সমস্ত জেলাগুলির মধ্যে তৃণমূলকে সবথেকে বেশি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল ঝাড়গ্রাম ৷ এই রাজ্যেরই গোপীবল্লভপুর ২নম্বর ব্লকের কুলিয়ানা গ্রামের দখল নিল বিজেপি ৷ দিলীপের গড়ে তৃণমূলকে টপকে জয় ছিনিয়ে নিল বিজেপি ৷

advertisement

প্রসঙ্গত, ঝাড়গ্রামে গ্রাম পঞ্চায়েতে হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল-বিজেপির ৷ ২৮টি পঞ্চায়েত তৃণমূলের ৷ বিজেপির দখলে ১৮টি পঞ্চায়েত ৷ ৩৩৬ আসনে জয়ী তৃণমূল ৷ বিজেপি জয়ী ৩০০ আসনে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একইসঙ্গে বিজেপির এই জয়ের দিনে সিপিএম কিন্তু তাদের ছাপ এখনও ফেলতে পারেনি কোনও জেলাতে ৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিলীপ ঘোষের গ্রামে গ্রাম পঞ্চায়েত দখলে রাখল বিজেপি