TRENDING:

বারাসতে বহিরাগত বিতর্ক-ভাঙচুর, আজ কমিশনে অভিযোগ জানাবে বিজেপি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বারাসত: বারাসতের ঘটনা নিয়ে কমিশনে অভিযোগ জানাবে বিজেপি ৷ সোমবার বহিরাগত বিতর্কে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ ভাঙচুর করা হয় বিজেপিকর্মীর বাড়ি ৷ হেনস্থা করা হয় বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেননকে ৷ বারাসত থানাতেও বিজেপি কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ জানায় বিজেপি ৷
advertisement

বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগ, ভোটের সময় অশান্তি ছড়াতে ভিনরাজ্য থেকে লোক আনছে বিজেপি। বিলি করা হচ্ছে টাকা ও অস্ত্র। গতকাল সন্ধেয় বারাসত-টাকি রোডের একটি হোটেলে তল্লাশি চালায় পুলিশ।

হোটেলে কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেননের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল জেলা বিজেপি নেতাদের। পরে বৈঠক স্থানান্তরিত হয় বিজেপি নেতা তুহিন মণ্ডলের বাড়িতে। তুহিনের বাড়ি ভাঙচুর করা হয়। অরবিন্দ মেনন-সহ বাকিদের উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। থানায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা।

advertisement

থানা চত্বরেই মারধর করা হয় তাপস মিত্র নামে এক বিজেপিকর্মীকে। পরে অরবিন্দ মেননকে মধ্যমগ্রামের দোলতলার কাছে কৈলাশ বিজয়বর্গীর গাড়িতে তুলে দেয় পুলিশ। থানায় এসে আইসি ও পুলিশ সুপারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মুকুল রায়।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বারাসতে বহিরাগত বিতর্ক-ভাঙচুর, আজ কমিশনে অভিযোগ জানাবে বিজেপি