পঞ্চায়েতেও এই জঙ্গলমহলে ভালো ফল করেনি তৃণমূল৷ বাঁকুড়ায় গতবার বামেদের ৭ বারের সাংসদ বাসুদেব আচারিয়াকে হারিয়েছিলেন মুনমুন সেন৷ এ বার ওই আসনে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়কে হারালেন বিজেপি-র প্রার্থী সুভাষ সরকার৷ তৃতীয় স্থানে লড়ছেন অমিয় পাত্র৷ বাঁকুড়ায় বিজেপি এখনও পর্যন্ত ৪৯ শতাংশ ভোট পেয়েছে৷
পুরুলিয়াতেও বিজেপি-র জয়জয়কার৷ বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত এগিয়ে পুরুলিয়ায়৷ ঝাড়গ্রামেও অবস্থা একই৷ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত ঝাড়গ্রাম বিধানসভার অধীনে রয়েছে লালগড়। যেখানে বছর দশেক আগে দিনের বেলাতেও যেতে ভয় পেতেন লোকজন। রাজ্যে পরিবর্তনের পর পরিস্থিতি বদলে গিয়েছে। শান্তি ফিরেছে। হয়েছে উন্নয়নও। সেই ঝাড়গ্রামে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে বিজেপি-র কুনার হেমব্রম৷ অনেকটাই পিছিয়ে তৃতীয় স্থানে বামপ্রার্থী দেবলীনা হেমব্রম৷
advertisement
মেদিনীপুরেও বিজেপি-র রাজ্যসভাপতি দিলীপ ঘোষ জিতলেন৷ দীর্ঘ দিনের রাজনীতিবিদ তৃণমূলের মানস ভুঁইয়াকে হারালেন দিলীপ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, জঙ্গলমহলে আদিবাসী ভোটব্যাঙ্কে ফাটল ধরেছে।