TRENDING:

Suvendu Adhikari: শুভেন্দুর বাড়িতে যাচ্ছেন সুকান্ত মজুমদার, লক্ষ্মীপুজোয় সরগরম কাঁথি! কারণ কী?

Last Updated:

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর বাড়ির লক্ষ্মীপুজোয় অংশ নিতে যাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হলদিয়া: বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রবিবার বিকেল চারটে নাগাদ শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জে যাবেন। বিজেপির রাজ্য সভাপতি শুভেন্দুর বাড়ির লক্ষ্মী পুজোর অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গিয়েছে। এর আগে নানা সময়েও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও গিয়েছেন শান্তিকুঞ্জে। এবার শুভেন্দুর বাড়ির লক্ষ্মীপুজোয় অংশ নিতে যাবেন বর্তমান রাজ্য সভাপতিও।
শুভেন্দু সাক্ষাতে সুকান্ত
শুভেন্দু সাক্ষাতে সুকান্ত
advertisement

এদিকে, ভাই সৌমেন্দু অধিকারীকে পুলিশের জেরা প্রসঙ্গে ফুঁসে উঠেছেন দাদা শুভেন্দু অধিকারী। পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল বলেছিলেন যে, দু’ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ করতে পারবেন না, সেখানে কাঁথি থানার তদন্তকারীরা দশ ঘন্টারও বেশি সময় থানায় কার্যত আটকে রাখেন সৌমেন্দু অধিকারীকে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও রীতিমতো ফুঁসে ওঠেন শুভেন্দু।

advertisement

আরও পড়ুন: টানা সাড়ে চার ঘণ্টা, কার্নিভালে চমক দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়

শুভেন্দু বলেন, 'রাজনৈতিক প্রতিহিংসা থেকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন উনি। কিন্তু কিছু করতে পারবেন না। মুখ্যমন্ত্রীকে সুদে আসলে সব ফিরিয়ে দেবে শুভেন্দু অধিকারী'। ভাই সৌমেন্দুর সঙ্গে যে ‘অন্যায় অবিচার করেছে কাঁথি থানার পুলিশ’, তা বেআইনি দাবি করে রীতিমতো হুঁশিয়ারির সুরে শুভেন্দু বলেন, ‘‘আইন আদালত মানে না এই সরকার। আদালত খুললেই এ ব্যাপারে আদালতের দ্বারস্থ হব। এর আগেও বহুবার পুলিশ ও সরকারের মুখ পুড়েছে। ফের পুড়বে। অপেক্ষা করুন’’।

advertisement

আরও পড়ুন: রাজস্থানকেও এবার হার মানাবে কলকাতা! কোন ক্ষেত্রে? কার্নিভাল শেষে জানালেন ফিরহাদ

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

প্রসঙ্গত, শুক্রবার কাঁথি পুলিশের কাছে হাজিরা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। যদিও সৌমেন্দু অধিকারীর সুপ্রিম কোর্টের রক্ষাকবচ রয়েছে। শীর্ষ আদালত আগেই জানিয়েছে, পুলিশ তদন্ত করতে পারবে, কিন্তু গ্রেফতার করতে পারবে না'। কাঁথি পুরসভার দু’বারের পুরপ্রধান ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: শুভেন্দুর বাড়িতে যাচ্ছেন সুকান্ত মজুমদার, লক্ষ্মীপুজোয় সরগরম কাঁথি! কারণ কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল