এদিকে, ভাই সৌমেন্দু অধিকারীকে পুলিশের জেরা প্রসঙ্গে ফুঁসে উঠেছেন দাদা শুভেন্দু অধিকারী। পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল বলেছিলেন যে, দু’ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ করতে পারবেন না, সেখানে কাঁথি থানার তদন্তকারীরা দশ ঘন্টারও বেশি সময় থানায় কার্যত আটকে রাখেন সৌমেন্দু অধিকারীকে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও রীতিমতো ফুঁসে ওঠেন শুভেন্দু।
advertisement
আরও পড়ুন: টানা সাড়ে চার ঘণ্টা, কার্নিভালে চমক দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়
শুভেন্দু বলেন, 'রাজনৈতিক প্রতিহিংসা থেকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন উনি। কিন্তু কিছু করতে পারবেন না। মুখ্যমন্ত্রীকে সুদে আসলে সব ফিরিয়ে দেবে শুভেন্দু অধিকারী'। ভাই সৌমেন্দুর সঙ্গে যে ‘অন্যায় অবিচার করেছে কাঁথি থানার পুলিশ’, তা বেআইনি দাবি করে রীতিমতো হুঁশিয়ারির সুরে শুভেন্দু বলেন, ‘‘আইন আদালত মানে না এই সরকার। আদালত খুললেই এ ব্যাপারে আদালতের দ্বারস্থ হব। এর আগেও বহুবার পুলিশ ও সরকারের মুখ পুড়েছে। ফের পুড়বে। অপেক্ষা করুন’’।
আরও পড়ুন: রাজস্থানকেও এবার হার মানাবে কলকাতা! কোন ক্ষেত্রে? কার্নিভাল শেষে জানালেন ফিরহাদ
প্রসঙ্গত, শুক্রবার কাঁথি পুলিশের কাছে হাজিরা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। যদিও সৌমেন্দু অধিকারীর সুপ্রিম কোর্টের রক্ষাকবচ রয়েছে। শীর্ষ আদালত আগেই জানিয়েছে, পুলিশ তদন্ত করতে পারবে, কিন্তু গ্রেফতার করতে পারবে না'। কাঁথি পুরসভার দু’বারের পুরপ্রধান ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী।