এই প্রেক্ষাপটেই শমীকের কথায় এমন হুঁশিয়ারি-বার্তা। এসআইআর নিয়ে তিনি আরও বলেছেন, যাঁরা বিএলএ প্রশিক্ষণ তথা এসআইআর রূপায়ণের দায়িত্বে রয়েছেন, তাঁরা যদি মনে করেন, যে আর পাঁচটা কাজের মতো এই কাজটাও ‘করতে হয়, তাই করছেন’, তা হলে ভুল করছেন। এসআইআর প্রক্রিয়া ‘সফল’ করতে জেলায় জেলায় ঘুরে বিজেপির রাজ্য নেতারা বুথস্তরীয় এজেন্টদের বা বিএলএ-২ প্রশিক্ষণ দিচ্ছেন। কিন্তু খবর, সেখানে অনেকেই বিএলএ-২ এর কাজ করতে চাইছে না। বুথস্তরে সেভাবে কর্মীই পাচ্ছে না বিজেপি। তাই দলীয় বৈঠকে রাজ্য সভাপতির এমন বক্তব্য, এমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে, রাজনৈতিক মহলের একাংশের মতে, সাংগঠনিক বা রাজনৈতিকভাবে শাসক তৃণমূলের সঙ্গে এঁটে উঠতে পারছে না প্রধান বিরোধী দল। তাই এসআইআরের পক্ষে নেতা-কর্মীদের মাঠে নামিয়ে পাল্টা উত্তেজনা ও চাপ তৈরির চেষ্টা করছে গেরুয়া শিবির। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR প্রক্রিয়াকে কেন্দ্র করেই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দলীয় নেতাদের সতর্ক করলেন কঠোর ভাষায়। সূত্রের খবর, দলের এক অভ্যন্তরীণ ভার্চুয়াল বৈঠকে শমীক বার্তা দিয়েছেন ‘এসআইআরে কোনও গাফিলতি চলবে না। না হলে ২০২৬ সালের নির্বাচনের পর বিজেপি কঠিন সময়ের মুখে পড়বে।’
advertisement