এই সভার বিষয়ে ঝালদা শহর বিজেপি সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র দাস বলেন,'২০২০ সালের ৬ই জানুয়ারি সিএএ- র সমর্থনে এক অভিনন্দন যাত্রা করা হয়েছিল ঝালদা শহরে। ঐ সময় সেই সভায় উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত। সেই সময় রাজ্য পুলিশ সেই অভিনন্দন যাত্রা ভেস্তে দেওয়ার পরিকল্পনা করে এবং বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর হয়েছিল। বিজেপির যুবকর্মীদের বিনা দোষে জেল খাটানো হয়েছিল। কিন্তু তারপরও তাদের দমিয়ে রাখা সম্ভব হয়নি। এই ঘটনার পর থেকেই প্রতিবছর এই সভার আয়োজন করে থাকে বিজেপি। তাই এ বছরও এই সভার আয়োজন করা হয়েছে। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সভার জন্য। দশ হাজারেরও বেশি মানুষের সমাগম হবে।'
advertisement
আরও পড়ুনঃ আল নাসেরের হয়ে কবে মাঠে নামবেন রোনাল্ডো, জানা গেল সম্ভাব্য দিনক্ষণ
আসন্ন পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনকে পাখির চোখ করে আসরে নেমেছে শাসক - বিরোধী শিবির। জন সমাগম বাড়াতে নিচ্ছে নিত্য নতুন পন্থা। কোনও দলই এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ। এরই মাঝে বিজেপির রাজনৈতিক সভা অনুষ্ঠিত হচ্ছে ঝালদায়। সভায় মূল বক্তা হিসেবে থাকবেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পঞ্চায়েত ভোটের আগে বিজেপি রাজ্য সভাপকি কী বার্তা দেন সেদিকেই নজর সকলের।
Sarmistha Banerjee