এসআইআর প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, “এটা সারা দেশে হবে। এটাই প্রক্রিয়া। এর মধ্যে কেউ যদি মৃত্যু ঘণ্টা শুনতে পায়, তাহলে আমাদের কিছু করার নেই। বাধা আসলে সেই বাধা গুঁড়িয়ে দিয়ে এসআইআর হবে।” তিনি রাহুল গান্ধির ‘ভোট চুরি’র অভিযোগেরও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “রাহুল গান্ধির কথা কংগ্রেসের নেতারা গুরুত্ব দেন না। বাংলার মানুষ অচেতন নয়। মানুষ সব জবাব দেবে।”
advertisement
আরও পড়ুন: ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ…? সাফ জানাল নির্বাচন কমিশন, জেনে নিন জরুরি আপডেট!
শমীক ভট্টাচার্য আরও বলেন, “আমি নির্বাচন কমিশনের মুখপাত্র নই। কেন্দ্রের সরকার ভারত সরকার। তৃণমূলের কথা পরিষ্কার, তারা বাংলাদেশি এবং মৃত ভোটারদের ভোটার তালিকায় রাখতে চায়। আমরা নির্বাচন কমিশনের নেতৃত্বে সঠিক ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা নিয়ে নির্বাচন করব।”
আরও পড়ুন: ভারতে কোন প্রাণীর ‘দুধ’ সবচেয়ে ‘দামি’ জানেন…? গ্যারান্টি, ‘নাম’ শুনলেই চমকাবেন!
বিহারের ভোটার তালিকা সংশোধন ঘিরে বিতর্কের মধ্যে রবিবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গের প্রসঙ্গ তোলেন। সেখানে তিনি জানান, বাংলায় কবে থেকে এসআইআর শুরু হবে, তা তারা তিনজন নির্বাচন কমিশনার মিলে উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেবেন এবং সময়মতো সেই ঘোষণা করা হবে।
আরও পড়ুন: ১০,০০০ রাশিয়ান ‘রুবল’ ভারতে কত ‘টাকা’ জানেন…? শুনলেই চমকাবেন সঠিক ‘উত্তরে’!
শমীক ভট্টাচার্য বলেন, “তৃণমূল একটা ভূতুড়ে ভোটার বাদ যাবে, সেই ভয়ে আতঙ্কিত।” তিনি অভিযোগ করেন যে, তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোটারদের উপর নির্ভর করে রাজনীতি করে এবং তাই ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করছে। শমীক ভট্টাচার্যের মতে, “তৃণমূল জানে ওদের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে।” যদিও এস আই আর এর প্রাক্কালে রাজ্য রাজনীতিতে বাক্যবান অব্যাহত রয়েছে। কিন্তু ছাব্বিশের নির্বাচনে বিজেপি কতখানি তার ভোট বাক্সে এসআইআর ইস্যু নিয়ে আন্দোলনের প্রতিফলন করতে পারবে সেটাই দেখার।