Voter List: ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ...? সাফ জানাল নির্বাচন কমিশন, জেনে নিন জরুরি আপডেট!
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Voter List: ভোটাধিকার সুরক্ষিত করতেই SIR বলে সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি কমিশনের। বিহারে ভোটার তালিকা সংশোধনে হাতে ১ মাস সময় বাকি। ১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর সংশোধন প্রক্রিয়া চলবে। ত্রুটি থাকলে কমিশনকে জানানোর আর্জি জানাল নির্বাচন কমিশন।
নয়াদিল্লি: ভোটাধিকার সুরক্ষিত করতেই SIR বলে সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি কমিশনের। বিহারে ভোটার তালিকা সংশোধনে হাতে ১ মাস সময় বাকি। ১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর সংশোধন প্রক্রিয়া চলবে। ত্রুটি থাকলে কমিশনকে জানানোর আর্জি জানাল নির্বাচন কমিশন।
এই প্রসঙ্গে সঠিক ফর্মে সংশোধনের আবেদনের পরামর্শ দিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, দেশের নাগরিক মাত্রেরই ভোটের অধিকার। নাগরিক নন, এমন নাম তালিকা থেকে বাদ যাবে, স্পষ্ট জানিয়ে দিল কমিশন।
advertisement
বিহারে ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গে জ্ঞানের কুমার বলেন, “৬ মাসে এত মৃত মানুষ এলেন কোথা থেকে— নরম্যাল রিভিশনে ঘরে ঘরে গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া হয় না। এই প্রায় ২০ লক্ষ ভোটার যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিজনেরা গত এতগুলি বছরে হয়ত সেই ব্যক্তিদের নাম বাদ দেওয়ার আবেদন জানায়নি। তাই নামগুলি থেকে গিয়েছে।”
advertisement
একইসঙ্গে তিনি বলেন, “ভোটার লিস্টে নাম থাকা এবং তাঁদের ভোট দেওয়া— দুটো আলাদা বিষয়। কিছু ভুল ত্রুটি থেকে যায়। সেই ভুলগুলি শুধরানোর জন্যই নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলিরই বুথ লেভেল এজেন্টদের দায়িত্ব দেওয়া হয় বিএলওদের সঙ্গে একসঙ্গে কাজ করার।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 18, 2025 1:18 AM IST








