TRENDING:

Bjp on Anubrata Mondal: নিতে 'ভুলে' গিয়েছেন অনুব্রত, সেই 'জিনিস' নিয়ে দিল্লি গেলেন BJP বিধায়ক! কী জানেন?

Last Updated:

Bjp on Anubrata Mondal: ট্রেনে চড়ে রওনা দেওয়ার আগে বাঁকুড়া স্টেশনে ঢাক বাজিয়ে রেল যাত্রীদের গুড় বাতাসা বিলি করেন ওই বিজেপি বিধায়ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বোলপুর: অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার পরের দিনই ঢাক বাজিয়ে গুড় বাতাসা নিয়ে দিল্লি গেলেন বিজেপি বিধায়ক। কাজ নেই অযথা রেল যাত্রীদের বিরক্ত করছেন বিধায়ক, এমনই কটাক্ষ তৃণমূলের। আদালতের নির্দেশে গতকালই এয়ার অ্যাম্বুলেন্সে চাপিয়ে অনুব্রতকে দিল্লি নিয়ে গেছে ইডি। অনুব্রতর সেই দিল্লি যাত্রার ২৪ ঘন্টা যেতে না যেতেই এবার গুড় বাতাসা আর ঢাক নিয়ে ট্রেনে চড়ে দিল্লির উদ্যেশ্যে রওনা দিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা।
অনুব্রতর জন্য দিল্লি যাচ্ছেন বিজেপি বিধায়ক!
অনুব্রতর জন্য দিল্লি যাচ্ছেন বিজেপি বিধায়ক!
advertisement

ট্রেনে চড়ে রওনা দেওয়ার আগে বাঁকুড়া স্টেশনে ঢাক বাজিয়ে রেল যাত্রীদের গুড় বাতাসা বিলি করেন ওই বিজেপি বিধায়ক। কাজ নেই, অযথা রেল যাত্রীদের বিরক্ত করছেন বিধায়ক, পাল্টা এমনই কটাক্ষ ছুড়েছে তৃণমূল।

আরও পড়ুন: প্রতিদিন আধঘণ্টা করে কথা বলবেন অনুব্রত! কার সঙ্গে? ৩ আর্জি ঘিরে শোরগোল

গত কয়েক বছর ধরে লোকসভা, বিধানসভা ও গ্রাম পঞ্চায়েত নির্বাচন এলেই তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মুখে শোনা গেছে একের পর এক টোটকা। কখনও তিনি বিরোধীদের গুড় বাতাসা দেওয়ার নিদান দিয়েছেন, তো কখনও চড়াম চড়াম ঢাক বাজানোর টোটকা দিয়েছেন। আবার কখনও তাঁর মুখে শোনা গেছে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকার কথা। এবার অনুব্রতর সেই টোটকাতেই তাঁকে বিদ্ধ করল বিজেপি।

advertisement

মঙ্গলবার অনুব্রত মণ্ডলকে নিয়ে ইডি দিল্লি গিয়েছে। সেই ঘটনার কয়েক ঘন্টা যেতে না যেতেই গুড় বাতাসা ও ঢাক নিয়ে দিল্লি রওনা দিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা। আজ বাঁকুড়া স্টেশন থেকে ট্রেনে চড়ে দলীয় কর্মীদের সাথে রওনা দেন বিজেপি বিধায়ক।

আরও পড়ুন: ভারতেই রয়েছে এই রেলস্টেশন, অথচ যেতে লাগে ভিসা-পাসপোর্ট! নামটা শুনলেই চমকে উঠবেন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চড়ার আগে ঢাক বাজিয়ে স্টেশনে ও লোকাল ট্রেনের যাত্রীদের মধ্যে গুড় বাতাসা বিলি করেন তিনি। বিধায়ক বলেন, বাংলার বাঘ এখন দিল্লির খাঁচায় বন্দি। তিনি গুড় বাতাসা ও চড়াম চড়াম ঢাক এ রাজ্যে ফেলে গেছেন। দিল্লিতে গিয়ে অনুব্রতকে তাঁর সেই গুড় বাতাসা ও ঢাকের বোল ফিরিয়ে দিতেই দিল্লি যাচ্ছেন। বিজেপি বিধায়কের এমন কর্মকাণ্ডে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের দাবী, বিজেপি বিধায়কের কোনও কাজ নেই। তাই তিনি এভাবে রেল যাত্রীদের বিরক্ত করছেন। এমন নাটক করে কোনও লাভ হবে না।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bjp on Anubrata Mondal: নিতে 'ভুলে' গিয়েছেন অনুব্রত, সেই 'জিনিস' নিয়ে দিল্লি গেলেন BJP বিধায়ক! কী জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল