ট্রেনে চড়ে রওনা দেওয়ার আগে বাঁকুড়া স্টেশনে ঢাক বাজিয়ে রেল যাত্রীদের গুড় বাতাসা বিলি করেন ওই বিজেপি বিধায়ক। কাজ নেই, অযথা রেল যাত্রীদের বিরক্ত করছেন বিধায়ক, পাল্টা এমনই কটাক্ষ ছুড়েছে তৃণমূল।
আরও পড়ুন: প্রতিদিন আধঘণ্টা করে কথা বলবেন অনুব্রত! কার সঙ্গে? ৩ আর্জি ঘিরে শোরগোল
গত কয়েক বছর ধরে লোকসভা, বিধানসভা ও গ্রাম পঞ্চায়েত নির্বাচন এলেই তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মুখে শোনা গেছে একের পর এক টোটকা। কখনও তিনি বিরোধীদের গুড় বাতাসা দেওয়ার নিদান দিয়েছেন, তো কখনও চড়াম চড়াম ঢাক বাজানোর টোটকা দিয়েছেন। আবার কখনও তাঁর মুখে শোনা গেছে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকার কথা। এবার অনুব্রতর সেই টোটকাতেই তাঁকে বিদ্ধ করল বিজেপি।
advertisement
মঙ্গলবার অনুব্রত মণ্ডলকে নিয়ে ইডি দিল্লি গিয়েছে। সেই ঘটনার কয়েক ঘন্টা যেতে না যেতেই গুড় বাতাসা ও ঢাক নিয়ে দিল্লি রওনা দিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা। আজ বাঁকুড়া স্টেশন থেকে ট্রেনে চড়ে দলীয় কর্মীদের সাথে রওনা দেন বিজেপি বিধায়ক।
আরও পড়ুন: ভারতেই রয়েছে এই রেলস্টেশন, অথচ যেতে লাগে ভিসা-পাসপোর্ট! নামটা শুনলেই চমকে উঠবেন
চড়ার আগে ঢাক বাজিয়ে স্টেশনে ও লোকাল ট্রেনের যাত্রীদের মধ্যে গুড় বাতাসা বিলি করেন তিনি। বিধায়ক বলেন, বাংলার বাঘ এখন দিল্লির খাঁচায় বন্দি। তিনি গুড় বাতাসা ও চড়াম চড়াম ঢাক এ রাজ্যে ফেলে গেছেন। দিল্লিতে গিয়ে অনুব্রতকে তাঁর সেই গুড় বাতাসা ও ঢাকের বোল ফিরিয়ে দিতেই দিল্লি যাচ্ছেন। বিজেপি বিধায়কের এমন কর্মকাণ্ডে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের দাবী, বিজেপি বিধায়কের কোনও কাজ নেই। তাই তিনি এভাবে রেল যাত্রীদের বিরক্ত করছেন। এমন নাটক করে কোনও লাভ হবে না।