সম্পতি পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় বঙ্গ বিজেপির তরফ থেকে আয়োজন করা হয়েছিল নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতা। বাঁকুড়া জেলার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। বাঁকুড়া শহর লাগোয়া নবজীবনপুর ফুটবল ময়দানে দিন তিনেক আগে অনুষ্ঠিত হয় নরেন্দ্র কাপের চূড়ান্ত পর্যায়ের খেলা। সেই খেলায় বাঁকুড়া বিধানসভা জয়লাভ করাতেই আনন্দে মাঠের মধ্যেই ‘ডিগবাজি’ খেলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। আর সেই ভিডিও বিধায়ক তার নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করাতেই নিমেষে ভাইরাল সেই ভিডিও। বিধায়কের ডিগবাজি পোস্ট খাওয়া প্রসঙ্গে বিভিন্ন মহল থেকে শুরু হয় হাসি-মশকরা-ঠাট্টা ও প্রশংসার অভিব্যক্তি।
advertisement
আরও পড়ুনরাজনৈতিক রং দেখে পুলিশ কাজ করে’, নবদ্বীপে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বললেন শুভেন্দু
ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ময়দানে নেমে পড়ে তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলকা সেন মজুমদারের দাবি, বিগত চার বছরে বিধায়ক মানুষের কাজ করেননি,ভোট আসছে তাই বিধায়ক ডিগবাজি খাচ্ছেন। আগামী দিনে বিজেপি বিধায়ক, সাংসদ, বিজেপি নেতৃত্ব কখনও মাঠে, কখনও রাস্তায় ডিগবাজি খাচ্ছেন দেখতে পাওয়া যাবে, কটাক্ষ তৃণমূল্যের নেতৃত্বের।
ডিগবাজি খাওয়া বিধায়ক নীলাদ্রি শেখর দানার দাবি, ছোট থেকেই মাঠ ছিল তাঁর জীবন। তিনি খেলাধুলার সঙ্গে যুক্ত। অ্যাথলেটিক কার্যকলাপ তার কাছে নতুন কিছু নয়৷ এই সুবাদে তিনি দুই দুটি চাকরিও পেয়েছেন। তার আক্ষেপ মানুষের কাজ করতে গিয়ে দুটো চাকরি তাঁকে ছাড়তে হয়েছে । মাঠে ফুটবল খেলা হচ্ছে, তাঁর নিজের দল জিতছে, তাই আবেগের বসে ডিগবাজি দিয়ে ফেলেছেন। তিনি বলেন ,চোর, জোচ্চোর,লুটপাট, দাগাবাজ, তোলাবাজ, চাকরি চোর তৃণমূল দলকে পাত্তা দিতে নারাজ বিজেপি বিধায়ক।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আক্রমণ পাল্টা আক্রমণে ক্রমশ উত্তাপ বাড়ছে নির্বাচন ঘিরে। গত একুশের বাঁকুড়া বিধানসভার আসনে জয়লাভ করেছিল বিজেপি। এইবার কি তার পুনরাবৃত্তি হবে,নাকি পাসা বদলে জয়ী হবে শাসক তৃণমূল সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
প্রিয়ব্রত গোস্বামী