এ দিন বাঁকুড়ার ১ নম্বর বিডিও অফিসে ডেপুটেশন জমা দিতে যায় বিজেপি৷ নেতৃত্বে ছিলেন বিধায়ক নীলাদ্রি শেখর দানা৷ ভিডিওতে দেখা যাচ্ছে, বিডিও অঞ্জন দত্তের সামনে রীতিমতো আঙুল উঁচিয়ে বিজেপি বিধায়ক বলছেন, 'পঞ্চায়েত থেকে নামের তালিকা তৈরি করে পাঠানোর পরেও বিজেপি লোকেদের নাম বাদ দেওয়া হচ্ছে৷ তৃণমূলের লোকেদের কথা মতো আপনি কাজ করছেন৷ আর আমাদের মিষ্টি মিষ্টি কথা শোনাচ্ছেন৷ এসব তো শুনব না৷ কে কত বড় মস্তান? প্রকৃত গরিব মানুষ যেন ঘর পায়৷ আমি মানুষকে পরিষেবা দিতে পারছি না। আপনার কাছেও পরিষেবা পাচ্ছি না।'
advertisement
আরও পড়ুন: ফের জামিন পেলেন সাকেত, প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি তৃণমূলের
এখানেই থামেননি বিজেপি বিধায়ক৷ রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি বিডিও-র উদ্দেশে বলেন, 'তৃণমূল নেতারা আপনার অফিসে ঢুকছে, ফোনে কথা বলছেন। আপনি না পারলে চাকরি ছেড়ে দিন৷ তৃণমূলের অফিসে গিয়ে বসুন৷'
আরও পড়ুন: একমাস ফাইল আটকে রাখলেই শোকজ, নির্দেশ ক্ষুব্ধ ফিরহাদের
ঘটনার ভিডিও সামনে আসার পরেও নিজের বক্তব্যে অনড় থাকেন বিজেপি বিধায়ক৷ তিনি বলেন, 'এই বিডিও অফিসে তৃণমূল নেতাদের আসা যাওয়া আছে। বিজেপি কর্মীদের বেছে বেছে বঞ্চিত করা হচ্ছে।এটা হুমকি নয়, যদি হুমকি বলে মনে করেন তাহলে এটা হুমকি।' স্থানীয় তৃণমূল নেতাদের কটাক্ষ, এটাই বিজেপি-র সংস্কৃতি৷
যে সরকারি আধিকারিককে বিজেপি বিধায়ক হুমকি দেন, বাঁকুড়া ১ নম্বর ব্লকের বিডিও অঞ্জন দত্ত বলেন, 'আমরা প্রত্যেকের থেকেই শালীনতা আশা করি৷ ডেপুটেশন দিতে এসে কেউ কোনওদিন এরকম আচরণ করেননি৷'