নদিয়া, রঞ্জিত সরকার: অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর মুখে উঠে এল বাংলাদেশে সংখ্যালঘু যুবক দীপু চন্দ্র দাসকে হত্যার প্রসঙ্গ। নদিয়ার মদনপুরের আলাইপুরের মনোরমা শিক্ষানিকেতন মাঠে জনসভা করতে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মিঠুন চক্রবর্তী।
advertisement
মিঠুন চক্রবর্তী বলেন, “বাংলাকে বাংলাদেশ হতে দেব না। বাংলাদেশে হারমোনিয়াম ভাঙ্গা হচ্ছে, বাংলায় শিল্পীদের গাইতে দেওয়া হচ্ছে না। এটা ঠিক নয়, আমি বেঁচে থাকতে বাংলাকে বাংলাদেশ হতে দেব না“। পাশাপাশি এই ইস্যুতে মিঠুন চক্রবর্তী রাজ্যের শাসকদলকেও আক্রমণ করেন, তিনি আরও বলেন, “আমরা সংখ্যালঘুদের বিরুদ্ধে নই। ভারত বিদ্বেষী যাঁরা তাঁদের বিরুদ্ধে। রাজ্য সরকার এই ভারতবিদ্বেষীদের বিরুদ্ধে মুখ খুলছে না“।
আরও পড়ুন: পৌষ পার্বণ উৎসবের আগে সুখবর, এবার এক বাসেই যাওয়া যাবে শান্তিনিকেতন থেকে জঙ্গলমহল
প্রসঙ্গত বাংলাদেশে সংখ্যালঘু যুবক দিপু চন্দ্র দাসকে নৃশংস ভাবে হত্যা করার নিয়ে ভারতের নানা জায়গায় চলছে প্রতিবাদ। আগরতলা, শিলিগুড়ি, কলকাতা এমনকি নয়াদিল্লির দূতাবাসের সামনেও বিক্ষোভ দেখিয়েছে বিক্ষুব্ধ জনতা। এই নিয়ে আসরে নামে বিজেপিও। এবার বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর মুখেও বাংলাদেশের সংখ্যালঘু যুবককে খুনের প্রসঙ্গ।
