West Medinipur News: পৌষ পার্বণ উৎসবের আগে সুখবর, এবার এক বাসেই যাওয়া যাবে শান্তিনিকেতন থেকে জঙ্গলমহল

Last Updated:
West Bengal news: জঙ্গলমহলের সঙ্গে বোলপুর শান্তিনিকেতনের একদম সরাসরি যোগাযোগ। ঘুরপথে হাওড়া হয়ে যাওয়ার প্রয়োজন নেই, শুরু হচ্ছে বাস পরিষেবা।
1/6
বোলপুর শান্তিনিকেতন সবার কাছে বেশ আকর্ষণীয় একটি জায়গা। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ধন্য এই জায়গায় একদিকে যেমন ভ্রমণ পিপাসু মানুষজনের কাছে এক অন্যতম জায়গা, তেমনই শিক্ষার্থী এবং বিভিন্ন কাজে যাওয়া মানুষজনের কাছেও এক অন্যতম জায়গা। তবে জঙ্গলমহলের সঙ্গে বোলপুর শান্তিনিকেতনের একদম সরাসরি যোগাযোগ। ঘুরপথে হাওড়া হয়ে যাওয়ার প্রয়োজন নেই, শুরু হচ্ছে বাস পরিষেবা। (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
বোলপুর শান্তিনিকেতন সবার কাছে বেশ আকর্ষণীয় একটি জায়গা। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ধন্য এই জায়গায় একদিকে যেমন ভ্রমণ পিপাসু মানুষজনের কাছে এক অন্যতম জায়গা, তেমনই শিক্ষার্থী এবং বিভিন্ন কাজে যাওয়া মানুষজনের কাছেও এক অন্যতম জায়গা। তবে জঙ্গলমহলের সঙ্গে বোলপুর শান্তিনিকেতনের একদম সরাসরি যোগাযোগ। ঘুরপথে হাওড়া হয়ে যাওয়ার প্রয়োজন নেই, শুরু হচ্ছে বাস পরিষেবা। (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
2/6
বেলদা থেকে বোলপুর সরাসরি স্টেট বাস পরিষেবা চালু হচ্ছে। রবিবার থেকে শুরু হবে এই বাস পরিষেবা। বেলদা থেকে বোলপুর ভায়া ঝাড়গ্রাম হয়ে এই বাস চলাচল করবে প্রতিদিন। তাই জঙ্গলমহল মানুষজনের কাছে অতি সহজে পৌঁছে যাওয়া যাবে বোলপুরে। (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
বেলদা থেকে বোলপুর সরাসরি স্টেট বাস পরিষেবা চালু হচ্ছে। রবিবার থেকে শুরু হবে এই বাস পরিষেবা। বেলদা থেকে বোলপুর ভায়া ঝাড়গ্রাম হয়ে এই বাস চলাচল করবে প্রতিদিন। তাই জঙ্গলমহল মানুষজনের কাছে অতি সহজে পৌঁছে যাওয়া যাবে বোলপুরে। (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
3/6
জানা গিয়েছে প্রতিদিন সকাল ছ'টায় বোলপুর এসবিএসটিসি বাস ডিপো থেকে বেলদার উদ্দেশ্যে রওনা দেবে বাসটি। একইভাবে সকাল সাড়ে পাঁচটায় বেলদা ডিপো থেকে বোলপুর উদ্দেশ্যে ছাড়বে বাস। ঝাড়গ্রাম, বাঁকুড়া বাইপাস, দুর্গাপুর, রাইপুর হয়ে পৌছবে বোলপুরে। (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
জানা গিয়েছে প্রতিদিন সকাল ছ'টায় বোলপুর এসবিএসটিসি বাস ডিপো থেকে বেলদার উদ্দেশ্যে রওনা দেবে বাসটি। একইভাবে সকাল সাড়ে পাঁচটায় বেলদা ডিপো থেকে বোলপুর উদ্দেশ্যে ছাড়বে বাস। ঝাড়গ্রাম, বাঁকুড়া বাইপাস, দুর্গাপুর, রাইপুর হয়ে পৌছবে বোলপুরে। (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
4/6
সম্প্রতি বোলপুরে আয়োজিত হতে চলেছে পৌষ পার্বণ উৎসব। দূর দূরান্ত থেকে বহু পর্যটক আসবেন এখানে। তাই এবার জঙ্গলমহলের সঙ্গে সরাসরি যোগাযোগ স্টেট বাস পরিষেবায়। মাত্র ৮ ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে বোলপুরে। ঝাড়গ্রাম কিংবা বাঁকুড়া থেকেও সহজে যাতায়াত। (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
সম্প্রতি বোলপুরে আয়োজিত হতে চলেছে পৌষ পার্বণ উৎসব। দূর দূরান্ত থেকে বহু পর্যটক আসবেন এখানে। তাই এবার জঙ্গলমহলের সঙ্গে সরাসরি যোগাযোগ স্টেট বাস পরিষেবায়। মাত্র ৮ ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে বোলপুরে। ঝাড়গ্রাম কিংবা বাঁকুড়া থেকেও সহজে যাতায়াত। (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
5/6
বোলপুরে বিশ্বভারতীতে পাঠরতা সংযুক্তা গিরি বাগুলি বলেন,
বোলপুরে বিশ্বভারতীতে পাঠরতা সংযুক্তা গিরি বাগুলি বলেন, "বেলদা থেকে হাওড়া এবং তারপর বোলপুরে উদ্দেশে ট্রেন ধরে যেতে হত। একদিকে যেমন বেশ সময় লাগত অন্যদিকে যাতায়াতও বেশ কষ্টসাধ্য। বাস পরিষেবা চালু হলে খুব সহজে পৌঁছে যাওয়া যাবে"। (তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
6/6
বোলপুর থেকে বেলদা পর্যন্ত সম্পূর্ণ রুটের ভাড়া ১৯০ টাকা মত। তাই দেরি না করে শান্তিনিকেতন ঘুরে আসার পরিকল্পনা থাকলে এখনই বুকিং করুন স্টেট বাস। বিশদে জানতে স্টেট বাসের ওয়েবসাইটে দেখতে পারেন।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
বোলপুর থেকে বেলদা পর্যন্ত সম্পূর্ণ রুটের ভাড়া ১৯০ টাকা মত। তাই দেরি না করে শান্তিনিকেতন ঘুরে আসার পরিকল্পনা থাকলে এখনই বুকিং করুন স্টেট বাস। বিশদে জানতে স্টেট বাসের ওয়েবসাইটে দেখতে পারেন।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
advertisement
advertisement