পাশাপাশি পঞ্চায়েত ভোটে সারা রাজ্য জুড়ে বিজেপি ভাল ফলাফল করবে বলেও দাবি তাঁর। অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমে এর আগেও তিনি এসেছেন। কিন্তু তখন তাকে চা চক্র করতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন দিলীপ। কিন্তু এবার অনুব্রত মণ্ডল এখন বীরভূমে না থাকার কারণেই চা চক্র করতে পারলেন বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: গরম থেকে রেহাই দিতে এবার বৃষ্টি জেলায় জেলায়, সঙ্গে ঝোড়ো হাওয়া! এবার ভাসবে পুজোও!
advertisement
তবে, শুধু বোলপুরেই নয়, তারাপীঠেও বুধবার সিবিআই তদন্ত নিয়ে সুর চড়িয়েছিলেন দিলীপ ঘোষ। শুধু ডাকাডাকি করলে হবে না সাজা দিতে হবে, না হলে সাধারণ মানুষ বিশ্বাস করবে কী করে? ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত নিয়ে ফের সরব হয়ে এই কথাই বলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
আরও পড়ুন: পাখির চোখ পঞ্চায়েত, আজ নেতাজি ইন্ডোরে মেগা সমাবেশ! নজর বিরোধীদেরও
চা-চক্র শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপবাবু অনুব্রত মণ্ডলের গ্রেফতারি প্রসঙ্গে বলেন, “নিজের নামে সম্পত্তি নেই মানেই সম্পত্তি নেই এমনটা নয়। উনি যা বলছেন কোর্টে প্রমাণ করতে হবে। আর গ্রেফতার হলেই সবাই বলে রাজনৈতিক চক্রান্ত।” অন্যদিকে ভোট পরবর্তী হিংসা মামলায় আগেই সিবিআইয়ের উপর আস্থা হারিয়ে মুখ খুলেছিলেন দিলীপ ঘোষ। আর তারপর থেকেই রাজ্যজুড়ে সিবিআইয়ের বেশ কয়েকটি তৎপরতা দেখা গিয়েছে। গ্রেফতার করা হয়েছে অনেককে ডাকাও হয়েছে। এই প্রসঙ্গে দিলীপবাবু বলেন, “কেবল ডাকাডাকি করলেই হবে না, সাজা দিতে হবে। তা না হলে মানুষ বিশ্বাস করবে কী করে? দুষ্কৃতীরা খুন করে দেবে, দেশে কোনও আইন নেই, সাজা নেই। সেটা করে দেখাতে হবে।''