TRENDING:

'সিবিআই তদন্তে খুশি নই', কোন ঘটনায়? ফের বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

Last Updated:

Dilip Ghosh: শুধু বোলপুরেই নয়, তারাপীঠেও বুধবার সিবিআই তদন্ত নিয়ে সুর চড়িয়েছিলেন দিলীপ ঘোষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বোলপুর: ফের সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার বোলপুরে চা চক্র অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি। সেখানেই দিলীপ ঘোষ সাফ জানান, ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত নিয়ে মোটেই খুশি নন তারা। তাই সিবিআই তদন্ত নিয়ে এতদিন প্রশ্ন তুলেছিলেন তিনি। যদিও দুর্নীতি নিয়ে যেভাবে সিবিআই তদন্ত করছে, তা ঠিক আছে। কিন্তু ভোট পরবর্তী হিংসার তদন্তে খুশি নন দিলীপ ঘোষ।
ফের সিবিআই নিয়ে বিস্ফোরক দিলীপ
ফের সিবিআই নিয়ে বিস্ফোরক দিলীপ
advertisement

পাশাপাশি পঞ্চায়েত ভোটে সারা রাজ্য জুড়ে বিজেপি ভাল ফলাফল করবে বলেও দাবি তাঁর। অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমে এর আগেও তিনি এসেছেন। কিন্তু তখন তাকে চা চক্র করতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন দিলীপ। কিন্তু এবার অনুব্রত মণ্ডল এখন বীরভূমে না থাকার কারণেই চা চক্র করতে পারলেন বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: গরম থেকে রেহাই দিতে এবার বৃষ্টি জেলায় জেলায়, সঙ্গে ঝোড়ো হাওয়া! এবার ভাসবে পুজোও!

advertisement

তবে, শুধু বোলপুরেই নয়, তারাপীঠেও বুধবার সিবিআই তদন্ত নিয়ে সুর চড়িয়েছিলেন দিলীপ ঘোষ। শুধু ডাকাডাকি করলে হবে না সাজা দিতে হবে, না হলে সাধারণ মানুষ বিশ্বাস করবে কী করে? ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত নিয়ে ফের সরব হয়ে এই কথাই বলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন: পাখির চোখ পঞ্চায়েত, আজ নেতাজি ইন্ডোরে মেগা সমাবেশ! নজর বিরোধীদেরও

advertisement

চা-চক্র শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপবাবু অনুব্রত মণ্ডলের গ্রেফতারি প্রসঙ্গে বলেন, “নিজের নামে সম্পত্তি নেই মানেই সম্পত্তি নেই এমনটা নয়। উনি যা বলছেন কোর্টে প্রমাণ করতে হবে। আর গ্রেফতার হলেই সবাই বলে রাজনৈতিক চক্রান্ত।” অন্যদিকে ভোট পরবর্তী হিংসা মামলায় আগেই সিবিআইয়ের উপর আস্থা হারিয়ে মুখ খুলেছিলেন দিলীপ ঘোষ। আর তারপর থেকেই রাজ্যজুড়ে সিবিআইয়ের বেশ কয়েকটি তৎপরতা দেখা গিয়েছে। গ্রেফতার করা হয়েছে অনেককে ডাকাও হয়েছে। এই প্রসঙ্গে দিলীপবাবু বলেন, “কেবল ডাকাডাকি করলেই হবে না, সাজা দিতে হবে। তা না হলে মানুষ বিশ্বাস করবে কী করে? দুষ্কৃতীরা খুন করে দেবে, দেশে কোনও আইন নেই, সাজা নেই। সেটা করে দেখাতে হবে।''

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'সিবিআই তদন্তে খুশি নই', কোন ঘটনায়? ফের বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল