TRENDING:

স্ত্রী ছেলের সামনে মারধর, অপহরণ! বিজেপি নেতাকে খুনের অভিযোগে উত্তপ্ত ময়না

Last Updated:

এই খবর ছড়িয়ে পড়া মাত্র ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতা-কর্মীরা। থানার সামনে বিক্ষোভে যোগ দেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ময়না: তৃতীয় তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির দিনই ফের রাজ্যে এক বিজেপি নেতাকে অপহরণ করে খুনের অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের ময়না। সরাসরি তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে দলীয় কর্মীকে খুনের অভিযোগে সরব হয়েছেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। খুনের প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতারের দাবিতে এ দিন সকাল থেকে ময়নায় পথ অবরোধ শুরু করেছে বিজেপি৷
ময়নায় বিজেপি নেতাকে খুনের প্রতিবাদে পথ অবরোধ৷
ময়নায় বিজেপি নেতাকে খুনের প্রতিবাদে পথ অবরোধ৷
advertisement

এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগকে কেন্দ্র করে সোমবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে ময়নার বাকচা এলাকা। অভিযোগ, গতকাল রাতে বাড়ির সামনেই বিজেপি-র বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুইঞাকে তাঁর স্ত্রী এবং ছেলের সামনেই মারধর করতে শুরু করে বাকচা তৃণমূল অঞ্চল সভাপতি মনেরঞ্জন হাজরা এবং তার দলবল।

আরও পড়ুন: প্রোমোটারের সঙ্গে তৃণমূল কর্মীদের গন্ডগোল, তারপর যা যা হল যেন হিন্দি সিনেমা

advertisement

অভিযোগ, মারধরের সময় এলাকার বাসিন্দারা জড়ো হয়ে গেলে অস্ত্র দেখিয়ে ওই বিজেপি নেতাকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। অপহৃত বিজেপি নেতাকে উদ্ধারের দাবিতে ময়না থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। এর পর রাতে বাড়ি থেকে কিছুটা দূরেই উদ্ধার হয় বিজেপি নেতার দেহ।

আরও পড়ুন:হল না অভিষেকের সভা, হাজার-হাজার মানুষ ঘিরে ধরল নেতার গাড়ি! তারপর যা ঘটল...

advertisement

এই খবর ছড়িয়ে পড়া মাত্র ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতা-কর্মীরা। থানার সামনে বিক্ষোভে যোগ দেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। তিনি অভিযোগ করেন, আমাদের বুথ সভাপতি পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে যাচ্ছিলেন। তখনই মনোরঞ্জন হাজরার নেতৃত্বে তৃণমূলের হার্মাদরা দলবল নিয়ে তাঁর উপরে হামলা করা হয়। পাড়ার লোকরা বাঁচাতে গেলে বন্দুক দেখিয়ে, বোমা মেরে বিজয়দাকে তুলে নিয়ে যাওয়া হয়। আমরা থানা, ওসি, এসপি-কে ঘটনার কথা জানাই। এখন শুনছি তাঁর দেহ উদ্ধার হয়েছে। অথচ কাউকে কিছু না জানিয়েই পুলিশ দেহ তমলুক হাসপাতালে পাঠিয়ে দিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যদিও এই ঘটনার সঙ্গে শাসক দল কোনওভাবে জড়িত নয় বলে দাবি করেছেন ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুই। তাঁর দাবি দোকান অথবা পারিবারিক কোনও বিবাদের কারণেই ওই বিজেপি নেতাকে খুন করা হয়েছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্ত্রী ছেলের সামনে মারধর, অপহরণ! বিজেপি নেতাকে খুনের অভিযোগে উত্তপ্ত ময়না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল