বনগাঁ থানার হাসপাতাল কালিবাড়ি এলাকায় এক যুবকে বেধরক মারধর করার অভিযোগে বিজেপি নেতাকে গ্রেফতার করেছে উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের বিজেপি কর্মীর নেতার নাম গোবিন্দ ভট্টাচার্য।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে কারা দাপিয়ে বেড়াচ্ছে লালগড়ের ঘন জঙ্গলে? রেখে যাচ্ছে ছাপ! জুজু কি তবে রয়্যাল বেঙ্গল?
advertisement
সূত্রের খবর, বুধবার রাতে বাড়ি ফিরছলেন আক্রান্ত যুবক। তিনি পেশায় একজন পুলিশ কর্মী। অভিযোগ, সেই সময়ে হাসপাতাল কালিবাড়ি এলাকায় পূর্বের আক্রশের জেরে বিজেপি নেতা গোবিন্দ ভট্টাচার্য যুবকের উপর চড়াও হন। তাঁকে বেধরক মারধর করেন। পরবর্তীতে আক্রান্ত যুবক বনগাঁ থানায় গোবিন্দর নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে গাইঘাটা এলাকা থেকে গোবিন্দকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে শুক্রবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।
এই ঘটনা প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, গোবিন্দ জমি মাফিয়া। সমাজ বিরোধীদের নিয়ে চলাফেরা করে। যে যুবককে মারধর করেছে সে কলকাতা পুলিশের কর্মী। বিজেপি একটা উশৃঙ্খল দল।
আরও পড়ুনঃ সাবধান! যুবতী মেয়েদের জালে একদম পা দেবেন না, বাড়ি বাড়ি গিয়ে গোপন…! বাসন্তীতে উত্তেজনা
ধৃত বিজেপি নেতা গোবিন্দর দাবি, তিনি বিজেপি করায় মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। তৃণমূল তাকে ফাঁসিয়ে দিয়েছে। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া বলেন, ‘ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কার্মকর্তারা আছে তারা বাড়িতে বসে থাকলেও পুলিশ কেস দেয়। এটা তৃণমূলের পূর্ব পরিকল্পনা। কেস হবে জামিন নেব। ২০২৬-এ মমতা ব্যানার্জির বিসর্জন হবে’।
যদিও এই বিষয়ে আক্রান্ত যুবক ও তার পরিবার কোন প্রতিক্রিয়া দিতে চায়নি।