বাঁকুড়ার সিমলাপাল ব্লকের বিক্রমপুর এলাকায় একসময়ের দাপুটে বিজেপি নেতা পুলকেশ পাত্র বর্তমানে দলে তেমন ভাবে সক্রিয় নয়। সম্প্রতি তাঁর সঙ্গে দলের দূরত্বও কিছুটা বৃদ্ধি পায়। সম্প্রতি তিনি দলের স্থানীয় নেতৃত্বের বেশ কিছু কাজকর্ম নিয়ে সামাজিক মাধ্যমে সরব হন। আর এতেই স্থানীয় বিজেপি নেতৃত্ব ক্ষোভে ফুঁসতে শুরু করেন।
আরও পড়ুন: ফুটবল খেলা দেখতে যাওয়াই কাল! সংঘর্ষ ৩ গাড়ির, মৃত ৩, আহত ৭! কোথায় ঘটল এমন মর্মান্তিক ঘটনা
advertisement
অভিযোগ এরই মাঝে গতকাল, রবিবার রাত ৮ টা ৪৫ নাগাদ সিমলাপাল মন্ডলের সভাপতি সৌভিক পাত্র লোকজন নিয়ে পুলকেশ পাত্রর বাড়িতে চড়াও হন। পুলকেশ পাত্র সেই সময় বাড়িতে না থাকায় বাড়ির অন্যান্যদের উদ্দেশ্য করে গালিগালাজ করা হয়। অভিযোগ পুলকেশ পাত্রকে মারধর করার হুমকিও দেওয়া হয়। ঘটনার পরেই বাঁকুড়ার সিমলাপাল থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন পুলকেশ পাত্র। তাঁর অভিযোগ অবিলম্বে এই ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে পুলিশকে।
আরও পড়ুন: দোকানের ভিতর হিস-হিস শব্দ! উপরে তাকাতেই ‘তার’ দর্শন, দোকান ছেড়ে পগারপার মালিক
অন্যদিকে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তর দাবি, বিষয়টি দলের আভ্যন্তরীণ বিষয়। দলের অভ্যন্তরেই কথা বলে মিটিয়ে নেওয়া হবে। অন্যদিকে এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়ে নি তৃণমূল। বিধায়ক ফাল্গুনি সিংহবাবু জানিয়েছেন, “বিরোধ থাকতেই পারে কিন্তু বাড়িতে গিয়ে যে ঘটনা ঘটিয়েছে তা মেনে নেওয়া যায় না। এটা বিজেপির সংস্কৃতি।”