নন্দীগ্রামে সমবায় ভোটে একপেশে জয় পেল গেরুয়া শিবির৷ প্রবল উত্তেজনার মধ্যেই তৃণমূলকে ৪২-১৮ ব্যবধানে হারিয়ে দিল বিজেপি৷
আরও পড়ুন: ইস্তফা দিয়ে দেশ ছাড়ছেন? রুদ্ধদ্বার বৈঠকে বড় সিদ্ধান্ত জানিয়ে দিলেন ইউনূস
এ দিন নন্দীগ্রামের আমড়াতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল৷ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় আগে থেকেই উত্তেজনা ছিল৷ তাই এ দিন সকাল থেকে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে শুরু হয় ভোটগ্রহণ৷
advertisement
নন্দীগ্রামের আমড়াতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট ৬০টি আসন৷ ভোট চলাকালীন এ দিন বিজেপি এবং তৃণমূলের কর্মী, সমর্থকদের মধ্যে দফায় দফায় বচসা এবং বাকবিতণ্ডা চলে৷ যদিও পর্যাপ্ত পরিমাণে পুলিশবাহিনী মোতায়েন থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি৷
শেষ পর্যন্ত ভোট গণনার পর দেখা যায়, ৬০টি আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছে ৪২টি আসনে৷ তৃণমূল জয়ী হয় মাত্র ১৮টি আসনে৷ ভোটের ফল বেরোতেই উল্লাসে ফেটে পড়েন বিজেপি-র কর্মী, সমর্থকরা৷