TRENDING:

স্কুলের দরজার তালা ভেঙে মিড ডে মিলের সামগ্রী চুরি, উত্তেজনা বিষ্ণুপুরে

Last Updated:

স্কুলে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছাড়ালো দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বিষ্ণুপুর: স্কুলে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছাড়ালো দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে । বিজয়রামপুর প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের তালা ভেঙে চুরি গেল মিড ডে মিলের সরঞ্জাম থেকে নথিপত্র , পাখা সহ অন্যান্য সামগ্রী ।
advertisement

বুধবার স্কুল আসার পর বিষয়টি নজরে পড়ে সকলের । খবর দেওয়া হলে তদন্তে আসে পুলিশ । অর্ধ সময়ের পর ছুটি ঘোষণা করে দেওয়া হয় এদিন । ফলে শতাধিক ক্ষুদে ছাত্র ছাত্রীর মুখে জুটল না মিড ডে মিলের খাবার । না খেয়েই খালিমুখেই ফিরতে হল বাড়ি ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিষয়টি নিয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোজ সাধুখাঁ জানান কিছু করার উপায় নেই, স্কুলের মিড-ডে-মিলের রান্নার সরঞ্জাম থেকে থালা গ্লাস সব চুরি যাওয়ার কারনেই বন্ধ রাখতে হয়েছে মিড-ডে-মিল পরিষেবা । স্কুলের সীমানা না থাকায় এই চুরি বলে অনুমান প্রধান শিক্ষকের । স্কুলে চুরির ঘটনায় অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে বিষ্ণুপুর থানার পুলিশ ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্কুলের দরজার তালা ভেঙে মিড ডে মিলের সামগ্রী চুরি, উত্তেজনা বিষ্ণুপুরে