বুধবার স্কুল আসার পর বিষয়টি নজরে পড়ে সকলের । খবর দেওয়া হলে তদন্তে আসে পুলিশ । অর্ধ সময়ের পর ছুটি ঘোষণা করে দেওয়া হয় এদিন । ফলে শতাধিক ক্ষুদে ছাত্র ছাত্রীর মুখে জুটল না মিড ডে মিলের খাবার । না খেয়েই খালিমুখেই ফিরতে হল বাড়ি ।
বিষয়টি নিয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোজ সাধুখাঁ জানান কিছু করার উপায় নেই, স্কুলের মিড-ডে-মিলের রান্নার সরঞ্জাম থেকে থালা গ্লাস সব চুরি যাওয়ার কারনেই বন্ধ রাখতে হয়েছে মিড-ডে-মিল পরিষেবা । স্কুলের সীমানা না থাকায় এই চুরি বলে অনুমান প্রধান শিক্ষকের । স্কুলে চুরির ঘটনায় অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে বিষ্ণুপুর থানার পুলিশ ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 28, 2019 8:04 PM IST