ছোট থেকে অদম্য জেদ এবং ইচ্ছা ছিল শঙ্খ শিল্পী হওয়ার। তাই ছোট থেকেই শুরু হয়েছিল কাজ। এখন ২৫ বছর বয়সে দাঁড়িয়ে চার সেন্টিমিটার শঙ্খের ওপর তিনি যা করেছেন, তা দেখলে আপনার চক্ষু চড়ক গাছ হবে!
আরও পড়ুন : পুরনো বই, খাতার অবশিষ্টাংশই তারঁ ক্যানভাস! মমতা’র স্পর্শে ম্যাজিক দেখায় ছবি
advertisement
লুলু কদমা। বাঁকুড়া জেলার মন্দির নগরী বিষ্ণুপুরের বাসিন্দা। এক দুস্থ পরিবারের সদস্য ২৫ বছরের এই শঙ্খ শিল্পী। অদম্য জেদ এবং ইচ্ছাকে সঙ্গে নিয়ে ছবি আঁকা থেকে শুরু এখন তিনি শঙ্খ শিল্পী। শঙ্খের উপর বিভিন্ন রকম কারুকার্য তো করছেনই। কিন্তু এবারে চমক দেওয়ার মত কাণ্ড করেছেন তিনি।
আরও পড়ুন : দিনে বাইক নিয়ে কেরামতি, রাতে সবার আড়ালে চলে অন্যকাজ! যুবকের কাণ্ড দেখলে মাথা ঘুরবে
চার সেন্টিমিটার শঙ্খের উপর খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে নবদুর্গার ছবি। যা দেখলে আপনিও অবাক হবেন। সারাদিন শঙ্খ শিল্পের কাজে ব্যস্ত এই ২৫ বছরের যুবক। বিভিন্ন রকম শঙ্খের উপর লুলু কদমা নিজের হাতে ফুটিয়ে তুলছেন শিব দুর্গা, লক্ষ্মীনারায়ণ ও বিভিন্ন রকমের ছবি। এই শিল্পীর সূক্ষ্ম নিপুণ হাতের ছোঁয়ায় এক সুন্দর রূপ পাচ্ছে শঙ্খ। যা দেখলে আপনি কোনওমতেই চোখ ফেরাতে পারবেন না!
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ছোট্ট একটি মাটির ঘর এবং টালির ছাউনি। এই অবস্থাতেই শিল্পী লুলু কদমা তার নিপুন সূক্ষ্ম হাতের ছোঁয়ায় শাঁখের উপর খোদাই করে বানিয়ে ফেলছেন বিভিন্ন রকমের দেব দেবীর মূর্তি। এই শঙ্খের বাঁকুড়ায় চাহিদা না থাকলেও, বিভিন্ন রাজ্য এবং দেশ-বিদেশে এর চাহিদা রয়েছে বলে জানিয়েছেন শিল্পী। মন্দির নগরী বিষ্ণুপুর তো আপনারা অনেকেই যান ঘুরতে। তবে এবার এই শিল্পীর কাছ থেকে নিয়ে আসতেই পারেন খোদাই করা শঙ্খ, যা কারুকার্যে পরিপূর্ণ।