TRENDING:

Birbhum News: টাকা না দিয়ে ৪২ হাজার টাকার মোবাইল হাতানোর ধান্দা! যুবকের 'চাল' দেখে অবাক খোদ কোম্পানির ডেলিভারি বয়! বাকিটা ইতিহাস...

Last Updated:

Birbhum News: অ্যাপের মাধ্যমে ৪২ হাজার ১০৮ টাকার মোবাইল ফোন অর্ডার দেয় যুবক, সেই ফোন হাতানোর ধান্দায় যা করল শুনলে আপনিও অবাক হয়ে যাবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: অনলাইনের মাধ্যমে টাকা পয়সা প্রতারণা এ নতুন কিছু না। কিন্তু ধরুন আপনি অনলাইনের মাধ্যমে একটি মোবাইল ফোন অর্ডার দিলেন আর সেই মোবাইল ফোনের সঙ্গেই প্রতারণা হয় তাহলে! এই মোবাইল ফোন গ্রাহকের সঙ্গে প্রতারণা করেননি, কোন ডেলিভারি বয় না, বরং যিনি মোবাইল ফোনটি অর্ডার দিয়েছিলেন তিনি নিজেই একজন প্রতারক। ঠিকানা বদলে মোবাইল হাতাতে গিয়ে ধরা পড়ল দ্বাদশ শ্রেণির এক ছাত্র। এর পরেই সেই স্কুল ছাত্রকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
advertisement

জানা যায়, বীরভূমের লাভপুর থানার এই গ্রাম মূলত তাঁত শিল্পের জন্য বিখ্যাত। আর এই গ্রামের বাসিন্দা ধৃত। অভিযুক্ত একটি অ্যাপের মাধ্যমে ৪২ হাজার ১০৮ টাকার মোবাইল ফোন অর্ডার দেয়। ঠিকানা দেয় সিউড়ির টিনবাজারের রামকৃষ্ণ আশ্রম। ওখানে সে কয়েক বছর থেকেছে। কোম্পানির ডেলিভারি বয় রবিবার সকালে আশ্রমের সামনে ক্রেতার দেওয়া ঠিকানা মত হাজির হয়। ডেলিভারি বয় নীল বাগদির দাবি, “ফোনটি হাতে নিয়ে মহারাজকে দেখাতে নিয়ে যাওয়ার দাবি করে ক্রেতা। আমি এত টাকার জিনিস ছাড়িনি। কিন্তু বাইক স্ট্যান্ড করার ফাঁকে ফোনের বক্স ছিনিয়ে সে দৌড় লাগায়।”

advertisement

আরও পড়ুন: প্রশাসনের চোখে বুড়ো আঙুল দিয়ে রমরমিয়ে তারাপীঠে বাড়ছে এই কাজ! স্বচ্ছতা আনতে হায়ার করা হচ্ছে দিঘায় কাজ করা সংস্থাকে

যেহেতু অভিযুক্ত সেখানে কয়েক বছর থেকে ছিল তাই এলাকা পরিচিত তার। তাই অলিগলি দিয়ে ছুটতে থাকে সে। কিন্তু একটি গলিতে ঢুকে আটকে পড়ে। ধরা পড়ে গেলে কোম্পানির লোক তাকে তুলে নিয়ে তাদের অফিসে যায়। ধৃতের কাছে আরও তিনটি মোবাইল উদ্ধার হয়। যদিও তার দাবি, সেগুলি মা, মামার দেওয়া মোবাইল।কিন্তু একটা ভাল মোবাইল দরকার ছিল তাই এই চুরির ফাঁদ।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

অ্যাপস কোম্পানির কর্মীরা জানান, কিছুতেই নিজের পরিচয় ও ফোন নম্বর দিতে চাইছিল না অভিযুক্ত। বিভিন্ন সময় বাড়ির বিভিন্ন ঠিকানা জানাচ্ছিল সে। তবে সে জানায় এটাই তার প্রথম কারসাজি। যদিও এর আগে একবার এই প্রতারণার ফাঁদ পেতে একটি মোবাইল ফোন অর্ডার দিয়েছিল। তবে কিছু কারণবশত সেই মোবাইল ফোনটি ক্যান্সেল হয়ে যায়। আবার সে অ্যাপসের মাধ্যমে মোবাইল ফোন অর্ডার করে। হাতেনাতে ধরা পড়ার পর তাকে সিউড়ি থানার পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: টাকা না দিয়ে ৪২ হাজার টাকার মোবাইল হাতানোর ধান্দা! যুবকের 'চাল' দেখে অবাক খোদ কোম্পানির ডেলিভারি বয়! বাকিটা ইতিহাস...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল