প্রতি বছর দেশের ২৩টি ভাষাভাষীর জনপ্রিয় কবিদের নিয়ে এই মর্যাদাপূর্ণ কবি সম্মেলনের আয়োজন করে আকাশবাণী। আকাশবাণী কলকাতার সাঁওতালি ও বাংলা ভাষার আবৃত্তির আসর থেকে সারা বছর ধরে বাছাই করা হয় প্রতিভাবান কবিদের। পরে সেই তালিকা পাঠানো হয় দিল্লিতে। সেখানে চূড়ান্ত নির্বাচন শেষে মনোনীতদেরই ডাকা হয় সর্বভাষা কবি সম্মেলনে। পশ্চিমবঙ্গ থেকে এ বছর সাঁওতালি ভাষায় নির্বাচিত হন শিবু সরেন, বাংলা ভাষায় মনোনীত হন কবি শ্রমিক বসু। দার্জিলিং থেকে ছিলেন এক নেপালি কবি।
advertisement
গত ২২ ও ২৩ নভেম্বর দিল্লি আকাশবাণী ভবনে অনুষ্ঠিত হয় এবারের সম্মেলন। দেশজুড়ে মণিপুর, অসম, ওড়িশা, তামিলনাড়ু, মালয়ালম, কাশ্মীরি-সহ মোট ২৩টি ভাষার কবি ও সমসংখ্যক অনুবাদক উপস্থিত ছিলেন। প্রতিটি কবির কবিতা হিন্দি ভাষায় অনুবাদ করে পাঠ করা হয় মঞ্চে। শিবু সরেন তাঁর সাঁওতালি কবিতা পাঠ করে সকলের প্রশংসা কুড়িয়েছেন। সম্মাননা হিসেবে প্রতিটি কবিকে দেওয়া হয় আকাশবাণীর ঐতিহ্যবাহী মাইক্রোফোন-আকৃতির স্মারক, একটি শাল এবং একটি রেডিও। নিজের প্রাপ্ত রেডিও স্মারকটি শিবু সরেন তুলে দেন তাঁর বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজের হাতে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঐতিহাসিক এই মঞ্চে দাঁড়িয়ে কবিতা পাঠ করতে পারা তাঁর জীবনের এক বিশেষ মুহূর্ত বলে জানান তিনি। শিবু সরেন বলেন, “এটা শুধু আমার ব্যক্তিগত সাফল্য নয়, বীরভূমের, দুবরাজপুরের, আর আমাদের সারদা বিদ্যাপীঠের সম্মান। এই মঞ্চে অমিতাভ বচ্চনের পরিবার থেকে শুরু করে দেশখ্যাত বহু কবি-সাহিত্যিক, শিল্পী তাঁদের সৃষ্টিকর্ম পরিবেশন করেছেন। সেই মঞ্চে দাঁড়ানোই গর্বের।”
অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে আগামী ২০২৬ সালের ২৫ জানুয়ারি রাত ৮টা। পরে প্রতিটি রাজ্যের আঞ্চলিক ভাষায়ও সম্প্রচারিত হবে অনুষ্ঠানটির অনুবাদ সংস্করণ।





