স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় খেলতে গিয়েছিল দুই শিশু। তখনই পুকুরপাড়ে পড়ে থাকা একটি গোলাকৃতি বস্তুকে বল ভেবে হাতে তুলে নেয় মঙ্গল। খেলার ছলে সেটি হাতে নেওয়ার পরেই প্রবল শব্দে বিস্ফোরণ ঘটে। রক্তাক্ত অবস্থায় চিৎকার করে দৌড়ে বাড়ি ফিরে আসে সে। পরিবারের লোকজন ছুটে এসে দেখে, শিশুটির ডান হাত প্রায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
আহত শিশুর ঠাকুমা হাসি অঙ্কুর বলেন, “আমরা ঘরে ভাত বাড়ছিলাম। হঠাৎ প্রচণ্ড আওয়াজ শুনে বুঝলাম কিছু একটা হয়েছে। তারপর দেখি মঙ্গল দৌড়ে আসছে, তাঁর হাতটা নেই বললেই চলে। আমরা আঙুলগুলো কুড়িয়ে এনেছি।”
ঘটনাস্থলের অত্যন্ত কাছেই রয়েছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। ওই কার্যালয়কে কেন্দ্র করে অতীতে বহুবার গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছিল। কার্যালয় দখল নিয়েও দলের মধ্যে প্রকাশ্যে বিবাদ হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে পার্টি অফিসের পাশেই বিস্ফোরক পড়ে থাকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। রাজনৈতিক বিবাদ বা সংঘর্ষের জেরেই কি ওই এলাকায় বোমা মজুত রাখা হয়েছিল? দেখা দিয়েছে এই প্রশ্ন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে এই ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। বিস্ফোরকটি কোথা থেকে এল, কে বা কারা রেখে গেল তা খতিয়ে দেখা হচ্ছে।






