প্রশাসন সূত্রে খবর, বীরভূমের মুরারই দুই নম্বর ব্লকের মধ্যে রয়েছে মিত্রপুর, পাইকর, হিয়াতনগর-সহ বেশ কয়েকটি গ্রাম। প্রধানত চাষি, রাজমিস্ত্রি ও দিনমজুরদের বসবাস। এত দিন প্রান্তিক এই এলাকার সঙ্গে সিউড়ির যোগাযোগের জন্য কোনও বাস ছিল না। কারণ সিউড়ির মধ্যে রয়েছে একাধিক প্রশাসনিক ভবন, জেলাশাসক অফিস ইত্যাদি। চালু হওয়া বাসরুটটি মুর্শিদাবাদের ওমরপুর থেকে সিউড়ি পৌঁছবে। প্রশাসন সূত্রে খবর, বাসটি ওমরপুর থেকে ছেড়ে এসে মিত্রপুর, পাইকর মুরারই হয়ে রামপুরহাট ঢুকবে। সেখান থেকে সিউড়ি পৌঁছবে।
advertisement
এলাকাবাসীরা জানান, নানা কাজে সিউড়ি যেতেই হয়। এ রুটি চালু হওয়ায় কম খরচে কম সময়ে সদরে পৌঁছনো যাবে। জানা যায়, বাসটি প্রত্যেকদিন সিউড়ি থেকে ভোর ৪:৪৫-এ ছেড়ে ওমরপুর পৌঁছবে সকাল ৭:৩৫ নাগাদ। ওমরপুর থেকে সকাল ৭:৪৫ এ ছেড়ে ১০:৪০ পৌঁছবে সিউড়ি। আবার পুনরায় সিউড়ি থেকে সকাল ১১ টায় ছেড়ে দুপুর ২ টো নাগাদ ওমরপুর পৌঁছবে। আবার ওমরপুর থেকে বিকেল ৩:০৫ নাগাদ ছেড়ে সিউড়ি পৌঁছবে সন্ধ্যা ৬টা নাগাদ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মিত্রপুরের এক বাসিন্দা জানান, “মহকুমার অফিসের একাধিক কাজ রামপুরহাটে করতে যেতে হয়। আবার অনেক ক্ষেত্রে সিউড়িও যেতে হয়। এ বাস চালু হওয়ায় অনেকটা সুবিধা হবে, সময়ও অনেকটা বাঁচানো সম্ভব হবে”। বিধায়ক মোশারফ হোসেন বলেন, “এই বাসে করে সকালে সদরে পৌঁছে কাজ করে আবার ফিরে আসা যাবে। আগামীতে রাজগ্রাম থেকে সিউড়ি বাস পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।” আনুষ্ঠানিক ভাবে ফিতে কেটে বাসরুটের সূচনা করেন বিধায়ক।






