প্রসঙ্গত, গতবছর ৩১ জানুয়ারি বীরভূমের রামপুরহাট পৌরসভার পৌরপ্রধান সৌমেন ভকত জানিয়েছিলেন রক্তকরবী মঞ্চের জন্য প্রথম পর্যায়ে এক কোটি টাকার কাছাকাছি বরাদ্দ করা হয়েছে। সেই টাকা বরাদ্দ হওয়ার পর গতবছরই আগস্ট মাসে নতুন রূপে রক্তকরবী সকলের কাছে খুলে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু বছর পেরলেও এখনও রক্তকরবীর দরজায় তালা বন্ধ।
advertisement
আরও পড়ুন: রথযাত্রায় সহজেই যাওয়া যাবে তারাপীঠ! চলতে পারে স্পেশ্যাল ট্রেন! যা যা পদক্ষেপ নিল মন্দির কমিটি
যদিও এই বিষয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় জানান, “ফিরহাদ হাকিম ইতিমধ্যেই এক কোটি টাকা দিয়ে দিয়েছেন, সেই এক কোটি টাকাতেই কাজ চলছে। আরও এক কোটি টাকার জন্য অনুরোধ জানান হয়েছে। এর পাশাপাশি অন্য একটি সংস্থা থেকেও বীরভূমের সাংসদ শতাব্দী রায় রক্তকরবীর জন্য টাকার আবেদন করেছেন। খুব শীঘ্রই আবারও সংস্কৃতি প্রেমী মানুষের জন্য রক্তকরবীর দরজা খুলে দেওয়া হবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে পৌরসভার সূত্রে খবর রক্তকরবী মঞ্চের সংস্কারের কাজ চলছে। রক্তকরবী পুরমঞ্চে আগে ৫০০টি আসন সংখ্যা ছিল সেটি বাড়িয়ে ৯০০টি আসন করা হবে। ব্যালকনি করা হবে, এরই পাশাপাশি সিটগুলিকে উন্নতমানের করা হবে। এছাড়াও রক্তকরবীর মধ্যে অত্যাধুনিক সাউন্ড সিস্টেমের পাশাপাশি অগ্নিনির্বাপক ব্যবস্থা, স্মোক ডিটেক্টর বসান হবে। রক্তকরবীতে উন্নতমানের মঞ্চের পাশাপাশি সাজসজ্জা জন্য ঘর লাইট এবং আরও বিভিন্ন জিনিসের ব্যবস্থা করা হবে। জানা যায় চলতি বছর ডিসেম্বর মাসের মধ্যেই আবার খুলে যাবে মঞ্চ।
সৌভিক রায়