TRENDING:

Birbhum Arrest: নাটকীয় কায়দায় যাত্রী বোঝাই বাস দাঁড় করিয়ে গ্রেফতার আগ্নেয়াস্ত্র কারবারি

Last Updated:

Birbhum Arrest: মুর্শিদাবাদ থেকে বীরভূমে ঢোকার সময়ই তেঁতুল ডিহি জংগলের কাছে বাস দাড় করিয়ে ময়ূরেশ্বর ও মল্লারপুর থানার পুলিশ গ্রেফতার করে দুজনকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ময়ূরেশ্বর : ২ টি টিম তৈরি করে দুজন আগ্নেয়াস্ত্র কারবারিকে যাত্রী বোঝাই পাবলিক বাস থেকে নাটকীয় কায়দায় গ্রেফতার করলো বীরভূম পুলিশ । তাদের থেকে উদ্ধার দুটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু টাকা ।
উদ্ধার দুটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু টাকা
উদ্ধার দুটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু টাকা
advertisement

গোপন সূত্রে খবর পেয়ে দুই  আগ্নেয়াস্ত্র কারবারিকে গ্রেফতার করে বীরভূম জেলা পুলিশ । মুর্শিদাবাদ থেকে বীরভূমে ঢোকার সময়ই তেঁতুল ডিহি জংগলের কাছে বাস দাঁড় করিয়ে ময়ূরেশ্বর ও মল্লারপুর থানার পুলিশ গ্রেফতার করে দুজনকে ।

আরও পড়ুনঅজয় নদের তীরে জয়দেব মেলার শেষে পালিত হল ৫৫০ বছরের প্রাচীন এই রীতি

advertisement

ধৃতদের মধ্যে একজন সাইদুল শেখ তার বাড়ি মুর্শিদাবাদ , অন্যজন রাজেন্দ্র প্রসাদের বাড়ি পশ্চিম বর্ধমান জেলায় । সাইদুলের ওপর নজর ছিল পুলিশের । তাদের ধরার জন্য বীরভূম জেলা পুলিশ তৈরি করেছিল  দুটি টিম । তার পরই তারা এক জায়গা থেকে অন্য জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার খবর পুলিশ পেতেই পাবলিক বাসে ধরে ফেলে তাদের ।

advertisement

আরও পড়ুন :  নার্স নয়, এই হাসপাতালে রোগীদের ইঞ্জেকশন দিচ্ছে রোবোট!

ধৃতদের কাছে আগ্নেয়াস্ত্র ছাড়াও উদ্ধার হয় ২০ হাজার টাকা । পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি বলেন , " আমাদের কাছে খবর ছিল সাইদুল আগ্নেয়াস্ত্র কারবারের সাথে যুক্ত । এক জায়গা থেকে অন্য জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে গিয়ে বিক্রি করা এর কাজ এবং এই কাজের সাথে যুক্ত রয়েছে আরও কিছু লোক । তাই তাদের ধরতে আমরা তৈরি করি পুলিশের দুটি টিম । যেই টিমের কিছু সদস্য নজর রাখতো সাইদুলের গতিবিধির ওপর । গোপন সূত্রে খবর পাই সাইদুল আগ্নেয়াস্ত্র নিয়ে বিহার থেকে আসছে তারা । তখনই আমরা  মুর্শিদাবাদ থেকে বীরভূমে ঢোকার সময়ই তেঁতুলডিহি জঙ্গলের কাছে বাস দাঁড় করিয়ে ময়ূরেশ্বর ও মল্লারপুর থানার পুলিশ গ্রেপ্তার করে দুজনকে । প্রথমে সাইদুলকে ধরার সময় রাজেন্দ্রর পালিয়ে যায় কিন্তু সাইদুলের থেকে তথ্য নিয়ে আমরা রাজেন্দ্রকেও ধরে ফেলি । "

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জেলা সুপার আরও জানান যে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয়েছে সেগুলি বিশেষ ভাবে তৈরি করা হয়েছে ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum Arrest: নাটকীয় কায়দায় যাত্রী বোঝাই বাস দাঁড় করিয়ে গ্রেফতার আগ্নেয়াস্ত্র কারবারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল