গোপন সূত্রে খবর পেয়ে দুই আগ্নেয়াস্ত্র কারবারিকে গ্রেফতার করে বীরভূম জেলা পুলিশ । মুর্শিদাবাদ থেকে বীরভূমে ঢোকার সময়ই তেঁতুল ডিহি জংগলের কাছে বাস দাঁড় করিয়ে ময়ূরেশ্বর ও মল্লারপুর থানার পুলিশ গ্রেফতার করে দুজনকে ।
আরও পড়ুন : অজয় নদের তীরে জয়দেব মেলার শেষে পালিত হল ৫৫০ বছরের প্রাচীন এই রীতি
advertisement
ধৃতদের মধ্যে একজন সাইদুল শেখ তার বাড়ি মুর্শিদাবাদ , অন্যজন রাজেন্দ্র প্রসাদের বাড়ি পশ্চিম বর্ধমান জেলায় । সাইদুলের ওপর নজর ছিল পুলিশের । তাদের ধরার জন্য বীরভূম জেলা পুলিশ তৈরি করেছিল দুটি টিম । তার পরই তারা এক জায়গা থেকে অন্য জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার খবর পুলিশ পেতেই পাবলিক বাসে ধরে ফেলে তাদের ।
আরও পড়ুন : নার্স নয়, এই হাসপাতালে রোগীদের ইঞ্জেকশন দিচ্ছে রোবোট!
ধৃতদের কাছে আগ্নেয়াস্ত্র ছাড়াও উদ্ধার হয় ২০ হাজার টাকা । পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি বলেন , " আমাদের কাছে খবর ছিল সাইদুল আগ্নেয়াস্ত্র কারবারের সাথে যুক্ত । এক জায়গা থেকে অন্য জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে গিয়ে বিক্রি করা এর কাজ এবং এই কাজের সাথে যুক্ত রয়েছে আরও কিছু লোক । তাই তাদের ধরতে আমরা তৈরি করি পুলিশের দুটি টিম । যেই টিমের কিছু সদস্য নজর রাখতো সাইদুলের গতিবিধির ওপর । গোপন সূত্রে খবর পাই সাইদুল আগ্নেয়াস্ত্র নিয়ে বিহার থেকে আসছে তারা । তখনই আমরা মুর্শিদাবাদ থেকে বীরভূমে ঢোকার সময়ই তেঁতুলডিহি জঙ্গলের কাছে বাস দাঁড় করিয়ে ময়ূরেশ্বর ও মল্লারপুর থানার পুলিশ গ্রেপ্তার করে দুজনকে । প্রথমে সাইদুলকে ধরার সময় রাজেন্দ্রর পালিয়ে যায় কিন্তু সাইদুলের থেকে তথ্য নিয়ে আমরা রাজেন্দ্রকেও ধরে ফেলি । "
জেলা সুপার আরও জানান যে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয়েছে সেগুলি বিশেষ ভাবে তৈরি করা হয়েছে ।