TRENDING:

ঘুমের মধ্যেই নেমে এল চরম দুর্ভোগ! প্রবল বৃষ্টির ভোরে কড়া নাড়ল যমরাজ

Last Updated:

অতি বৃষ্টির জেরে দেওয়াল ধসে চাপা পড়লেন মা ও মেয়ে। মারা গেলেন আদিবাসী মহিলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 রামপুরহাট, বীরভূম, অক্ষয় ধীবরঃ অতি বৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে অসহায়তার ছাপ। শহর থেকে গ্রাম জলমগ্ন অবস্থায় রয়েছে। মাঠে জল জমে নষ্ট হচ্ছে ফসল। ব্যাহত কৃষিকাজ। ঘরে-বাইরে জল থইথই করছে। ছড়াচ্ছে দুর্গন্ধ। বাড়ছে মশা, রোগভোগের উপদ্রপ। এরই মাঝে বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক আদিবাসী মহিলার। প্রবল বৃষ্টির জেরে দেওয়াল ধসে মারা গিয়েছেন ওই মহিলা।
বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে মহিলার মৃত্যু (প্রতীকী ছবি)
বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে মহিলার মৃত্যু (প্রতীকী ছবি)
advertisement

বৃহস্পতিবার ভোরবেলা ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের কাষ্টগড়া গ্রাম পঞ্চায়েতের সুফলকুড়ি গ্রামে। মৃত মহিলার নাম মাইতি টুডু। বয়স আনুমানিক ৩৬ বছর। ঘুমের মধ্যেই চলে গেলেন মাইতি।

আরও পড়ুনঃ কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠ আসবেন? এই খবরটি না জানলে বড় বিপদে পড়বেন কিন্তু! প্রত্যেক ভক্তদের জানা জরুরি

advertisement

জানা যাচ্ছে, এদিন সকালে মা ও মেয়ে ঘুমিয়ে ছিল বাড়ির উঠোনে। পরিবারের বাকি সদস্যরা বাড়ির ভিতরে ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যেই নেমে এল দুর্ভোগ। অতি বৃষ্টির জেরে দেওয়াল ধসে চাপা পড়েন ওই মহিলা ও তাঁর মেয়ে। আওয়াজ পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন পরিবারের লোকজন। দেওয়ালের ধ্বংসাবশেষ সরিয়ে মা-মেয়েকে উদ্ধার করা হয়। মেয়েকে প্রাণে বাঁচানো গেলেও দেওয়াল চাপা পড়ে মারা যান মাইতি টুডু নামে ওই আদিবাসী মহিলা।

advertisement

আরও পড়ুনঃ সিউড়ি তিলপাড়া ব্রিজে বিপর্যয়! তারপর যা ঘটল! বড় সিদ্ধান্ত প্রশাসনের

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

পরিবারের লোকজন নিহত মহিলার দেহ ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। শেষকৃত্যের জন্য মৃতদেহ আনা হয় সুফলকুড়ি গ্রামে। মৃত মহিলার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘুমের মধ্যেই নেমে এল চরম দুর্ভোগ! প্রবল বৃষ্টির ভোরে কড়া নাড়ল যমরাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল