বৃহস্পতিবার ভোরবেলা ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের কাষ্টগড়া গ্রাম পঞ্চায়েতের সুফলকুড়ি গ্রামে। মৃত মহিলার নাম মাইতি টুডু। বয়স আনুমানিক ৩৬ বছর। ঘুমের মধ্যেই চলে গেলেন মাইতি।
advertisement
জানা যাচ্ছে, এদিন সকালে মা ও মেয়ে ঘুমিয়ে ছিল বাড়ির উঠোনে। পরিবারের বাকি সদস্যরা বাড়ির ভিতরে ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যেই নেমে এল দুর্ভোগ। অতি বৃষ্টির জেরে দেওয়াল ধসে চাপা পড়েন ওই মহিলা ও তাঁর মেয়ে। আওয়াজ পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন পরিবারের লোকজন। দেওয়ালের ধ্বংসাবশেষ সরিয়ে মা-মেয়েকে উদ্ধার করা হয়। মেয়েকে প্রাণে বাঁচানো গেলেও দেওয়াল চাপা পড়ে মারা যান মাইতি টুডু নামে ওই আদিবাসী মহিলা।
আরও পড়ুনঃ সিউড়ি তিলপাড়া ব্রিজে বিপর্যয়! তারপর যা ঘটল! বড় সিদ্ধান্ত প্রশাসনের
পরিবারের লোকজন নিহত মহিলার দেহ ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। শেষকৃত্যের জন্য মৃতদেহ আনা হয় সুফলকুড়ি গ্রামে। মৃত মহিলার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।